বীরগঞ্জের পল্লীতে গলায় ফাঁস দিয়ে কিশোরের মৃত্যু

মোঃ ফেরদৌস ওয়াহিদ সবুজ প্রকাশিত: ৪ ফেব্রুয়ারী , ২০২৫ ১৬:০৩ আপডেট: ৪ ফেব্রুয়ারী , ২০২৫ ১৬:০৩ পিএম
বীরগঞ্জের পল্লীতে গলায় ফাঁস দিয়ে কিশোরের মৃত্যু
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের সৈয়দপুর কল্যাণী গ্রামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নিজপাড়া  ইউনিয়নের সৈয়দপুর কল্যাণী গ্রামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।  সে ঐ এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে মামুন ইসলাম (১৮). স্থানীয় ও বিভিন্ন সূত্রে জানা যায় আত্মহত্যাকারী মামুন মোবাইল গেমে আসক্ত, টিক-টোকার এবং মাদকাসক্ত। অন্যান্য দিনের ন্যায় সকালে বাড়ির লোকজন তাকে ডাকা ডাকির পরেও জাগ্রত না হওয়ায়, তার শয়ন ঘরের দরজা ভেঙ্গে দেখা যায় সে ঘরের তীরের সাথে মৃত অবস্থায় ঝুলে আছে। ধারনা করা হচ্ছে মামুন তার মায়ের কাছে ১০০ টাকা চেয়েছিল, না পেয়ে অভিমান করেই আত্মহত্যা করেছে। দ্রুত পুলিশে সংবাদ দিয়ে এবং পুলিশের উপস্থিতিতে লাশ উদ্ধার করে সুরতহাল রেকর্ড করে ওয়ারিশদের কোন অভিযোগ না থাকায় দাফনের অনুমতি দেওয়া হয় বলে জানান এস আই আশরাফুল ইসলাম। বিকেল ৫টায় স্থানীয় কবরস্থানে জানাজা শেষে দাফন করা হয়েছে। বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আত্মহত্যাকারী কিশোরের স্বজনদের কোন আপত্তি না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে। 

এই বিভাগের আরোও খবর

Logo