চাটখিলে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ হানিফ প্রকাশিত: ৫ ফেব্রুয়ারী , ২০২৪ ১৩:০১ আপডেট: ৫ ফেব্রুয়ারী , ২০২৪ ১৩:০১ পিএম
চাটখিলে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
চাটখিল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নোয়াখলা ইউনিয়নের সাতরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ্বর থেকে গতকাল শনিবার রাতে এক মাদক ব্যবায়ীকে ২০ পিচ ইয়াবা সহ আটক করেছে। আটককৃত মো. আকবর আলী হেঞ্জু উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের নিজ ভাওর গ্রামের মৃত রমজান আলীর ছেলে।

চাটখিল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নোয়াখলা ইউনিয়নের সাতরাপাড়া  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ্বর থেকে গতকাল শনিবার রাতে এক মাদক ব্যবায়ীকে ২০ পিচ ইয়াবা সহ আটক করেছে। আটককৃত মো. আকবর আলী হেঞ্জু উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের নিজ ভাওর গ্রামের মৃত রমজান আলীর ছেলে। 

চাটখিল থানার ওসি মুহাম্মদ ইমদাদুল হক জানান, ঘটনার বিষয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। ঐ মামলায় হেঞ্জুকে গ্রেফতার দেখিয়ে  রোববার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

এই বিভাগের আরোও খবর

Logo