যশোর শিক্ষা বোর্ডের প্রধান ৫টি কর্মকর্তাকে হঠাৎ বদলী।

এসএম মিরাজুল কবীর টিটো প্রকাশিত: ২৩ অক্টোবর , ২০২৪ ১৮:৪২ আপডেট: ২৩ অক্টোবর , ২০২৪ ১৮:৪২ পিএম
যশোর শিক্ষা বোর্ডের প্রধান ৫টি কর্মকর্তাকে হঠাৎ  বদলী।
যশার শিক্ষা বোর্ডের প্রধান ৫টি কর্মকর্তাক হঠাৎ বদলী করা হয়েছপ।

যশার শিক্ষা বোর্ডের প্রধান ৫টি কর্মকর্তাক হঠাৎ বদলী করা হয়েছপ। এর মধ্যে চারটি পদ নতুন কর্মকর্তাক পদায়ন করা হলেও পরীক্ষা নিয়ন্ত্রক পদে কােন কর্মকর্তাক পদায়ন করা হয়নি। শিক্ষা মন্ত্রণালয়ের  মাধ্যমিক ও উচ শিক্ষা বিভাগ  সরকারি কলজ-২ শাখার উপসচিব মাহবুব আলম মঙ্গলবার সাক্ষরিত চিঠির মাধ্যম এতথ্য জানা গেছে।মাধ্যমিক ও উচ শিক্ষা অধিদপ্তরর চিঠিত উল্লেখ করা হয়েছে যশাের শিক্ষা বাের্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক (অর্থনীতি) ড. বিশ্বাস শাহীন আহমেদকে নােয়াখালী  সরকারি কলেজে প্রেষণ প্রত্যাহারপূর্বক  বদলী করা হয়েছে। তবে তার স্থলে কােন কর্মকর্তাক প্রেষনে দেয়া হয়নি।একই চিঠিত বাের্ডের কলেজ পরিদর্শক সহযাগী অধ্যাপক(দর্শন) সমীর কুমার কুন্ডুকে  পুটয়াখালী সরকারি মহিলা কলেজে বদলী করা হয়েছে। তার স্থলে  মাধ্যমিক ও উচ শিক্ষা অধিদপ্তরর বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যাপক (রাষ্ট্রবিজ্ঞান) এসএম তহিদুজ্জামানকে প্রেষনে কলজ পরিদর্শক পদ পদায়ন করা হয়েছে।উপকলজ পরিদর্শক মদন মাহন দাসকে প্রেষন প্রতাহারক্রম ঝিনাইদহ শৈলকূপা সরকারি কলেজে বাংলার সহকারী অধাপক পদে বদলী করা হয়েছে। তার স্থলে প্রেষনে যশাের সরকারি মাইকল মধূসূদন কলেজের ইসলামি শিক্ষার সহকারী অধ্যাপক মুহাম্মদ রফিকুল ইসলামকে উপকলেজ পরিদর্শক পদে পদায়ন করা হয়েছে।বিদ্যালয় পরিদর্শক সিরাজুল ইসলামকে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী  কলেজের উদ্ভিদবিদ্যার সহযোগী অধ্যাপক পদে বদলী করা হয়েছে। তার স্থলে বিদ্যালয় পরিদর্শক পদে খুলনার সরকারি ব্রজলাল কলেজের সহযোগী অধ্যাপক (ইতিহাস) ড. কামরুজ্জামানদ পদায়ন করা হয়েছে। উপবিদ্যালয় পরির্শক চঞ্চল কুমার বাছাড়কে তালার সরকারি কলেজের দর্শন বিভাগর সহকারী অধ্যাপক পদে বদলী করা হয়েছে। তার স্থলে উপবিদ্যালয় পরিদর্শক পদে ঝিনাইদহের সরকারি  খোন্দকার মােশাররফ হাসান কলেজের সহকারী অধ্যাপক ( ইসলামর ইতিহাস ও সংস্কৃতিক)  ডালিম হাসানকে পদায়ন করা হয়েছে। তবে এ বদলীর বিষয় ৫ কর্মকর্তা কিছুই বলেত পারেন নি। তারা জানান কি কারনে বদলী করা হল সপটা আমরা জানি না।
এমনকি এ বিষয় চেয়ারম্যান প্রফেসর মর্জিনা আক্তারও কিছুই বলেননি।

এই বিভাগের আরোও খবর

Logo