চট্টগ্রামে এনআরবিসি ব্যাংকের উদ্দ্যোগে ১১ তম এফএচিডি - ক্যাব আন্তর্জাতিক শিক্ষা প্রদর্শনী নগরীর জিয়িসি কনভেনশন সেন্টারে সকাল ১০ টায় ব্যাপক ঘনঘটা আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়ে গেল। প্রায় ৭০ টি স্টল নিয়ে ১২ টি দেশের ৩০০ টিরও বেশি বিশবিব্দ্যালয়ের প্রতিনিধিত্ব করছে এ প্রদর্শনী। মেলা চলবে প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত। একই ছাদের নিচে এতবড় পরিসরে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে প্রতি বছর এ আয়োজনটি করে থাকে এফএচিডি - ক্যাব। এখানে থাকছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দেশি এবং বিদেশি প্রতিনিধিদের বিভিন্ন বিষয় নিয়ে সরাসরি কথা বলার সুযোগ। আমেরিকা, যুক্তরাজ্য, কানাডা এবং অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের রাংকিং বিশবিব্দ্যালয়সমূহে পড়াশুনার সুযোগ, পাশাপাশি পার্ট টাইম কাজের ব্যবস্থাও রয়েছে। এ সব দেশসমূহে স্থায়ীভাবে বসবাসের সুবিধাও রয়েছে। বিভিন্ন দেশের কাউন্সিলরদের সাথে কথা বলে জানা গেল। আইএলটিএস/ আইএলটিএস ছাড়া বিভিন্ন দেশে ভর্তির সুযোগ রয়েছে।