বগুড়ার শাজাহানপুরে আলুর খাজনা নিয়ে ইজারাদারকে মারধর, মাইক্রোবাস ভাঙচুর

মোঃ আব্দুল হান্নান প্রকাশিত: ২৬ এপ্রিল , ২০২৫ ১৩:৪০ আপডেট: ২৬ এপ্রিল , ২০২৫ ১৩:৪০ পিএম
বগুড়ার শাজাহানপুরে আলুর খাজনা নিয়ে ইজারাদারকে মারধর, মাইক্রোবাস ভাঙচুর

বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের মানিকদিপা চারমাথা বাজার এলাকায় গতকাল ২৫ এপ্রিল (শুক্রবার) সন্ধ্যা সাত ঘটিকায় আলুর খাজনা আদায়কে কেন্দ্র করে ব্যবসায়ীদের সঙ্গে হাট ইজারাদার,বগুড়া জেলা আলু ব্যবসায়ী সমিতির সভাপতি, শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকার বিশিষ্ট ব্যাবসায়ী শাহাদাৎ হোসেন ও তার সহযোগীদের সাথে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে সাধারণ আলু ব্যবসায়ীরা শাহাদাৎ হোসেনসহ তার সহকর্মীদের অবরুদ্ধ করে রাখে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে শাজাহানপুর থানা পুলিশ পৌঁছালে উত্তেজিত জনতা পুলিশের সামনেই ইজারাদারের ব্যবহৃত একটি মাইক্রোবাস ভাঙচুর করে এবং মারমুখী হয়ে ওঠে। উতপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওয়াদুদ আলম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ইজারাদার শাহাদাৎ হোসেন ও তার সহকর্মীদের উদ্ধার করে থানায় নিয়ে যান।

স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেন, ঘটনাস্থল সরকারি ইজারা ভুক্ত কোন হাট বা বাজার না হওয়া সত্বেও ইজারাদাররা খাজনা নেওয়ার জন্য জড়াজড়ি করলে এহেন পরিস্থিতি ঘটে। এদিকে ভুক্তভোগী ইজারাদার শাহাদাৎ হোসেন বলেন, সাধারণ ব্যবসায়ীরা সরকারি রাজস্ব নষ্ট করতেই আড়িয়া বাজার থেকে ৩ কিলো দুরে ছোট একটি বাজারে আলু ক্রয়-বিক্রয় করতেছে। তাদেরকে খাজনার কথা বললে আলোচনার মাধ্যমে ২ দিনের মধ্যে আমাকে জানাতে চায়। তারা আমাকে আলোচনার জন্য মানিকদিপা বাজারে ডেকে আনে। একপর্যায়ে খাজনা দিবে না বলে সবাই একমত হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এই সময় রাজনৈতিক একটি গ্রুপ আমার উপরে অতর্কিত হামলা করে।

এ বিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওয়াদুদ আলম জানান, হাটের খাজনা বিষয়ে আমরা কিছু জানি না, আমি রাত সাড়ে আটটার দিকে খবর পাই মানিকদিপা বাজারে তিনজন লোককে অবরুদ্ধ করে রাখা হয়েছে। খবর পেয়ে তড়িৎ সেখানে যাই এবং আহতাবস্থায় তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যালে চিকিৎসার জন্য পাঠাই। ব্যবসায়ীর গাড়ি ভাংচুরের প্রশ্নে তিনি বলেন, এমন কোন ঘটনা ঘটে নি। তিনি আরো বলেন, এবিষয়ে এখনো কোন মামলা হয় নি তবে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই বিভাগের আরোও খবর

Logo