রাজশাহীর তানোর উপজেলায় আইএফআইসি ব্যাংকের উদ্যোগে প্রতিবেশী উৎসব ২০২৫ উপলক্ষে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল(২৪মার্চ) সন্ধ্যায় তানোর শাখায় আয়োজিত এই মাহফিলে ব্যাংকের কর্মকর্তা, গ্রাহক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় ছিলেন আইএফআইসি ব্যাংকের কর্মকর্তা নাঈম ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াতের মাধ্যমে মাহফিলের সূচনা হয়। পরে দেশের শান্তি, সমৃদ্ধি এবং ব্যাংকের উত্তরোত্তর উন্নতির জন্য বিশেষ দোয়া করা হয়। ব্যাংকের কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করার আহ্বান জানান।এই মাহফিলে তানোরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা ব্যাংকের গ্রাহকরা অংশগ্রহণ করেন। ইফতার পূর্ব মুহূর্তে এক সংক্ষিপ্ত আলোচনায় অতিথিরা ব্যাংকের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রতিবেশী উৎসবের গুরুত্ব তুলে ধরেন।অনুষ্ঠান শেষে অতিথিদের জন্য সুস্বাদু ইফতারের আয়োজন করা হয়। ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন অব্যাহত থাকবে, যা গ্রাহক ও ব্যাংকের মধ্যে সুসম্পর্ক আরও দৃঢ় করবে
আইএফআইসি ব্যাংকের এই আয়োজন স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত হয়েছে এবং অংশগ্রহণকারীরা এ ধরনের আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন।