ঝালকাঠিতে এসএ পরিবহনের ম্যানেজারের আত্মহত্যা

মোঃ ইমরান মুন্সি প্রকাশিত: ১০ সেপ্টেম্বর , ২০২৫ ১৬:২৫ আপডেট: ১০ সেপ্টেম্বর , ২০২৫ ১৬:২৫ পিএম
ঝালকাঠিতে এসএ পরিবহনের ম্যানেজারের আত্মহত্যা
ঝালকাঠিতে এসএ পরিবহন পার্সেল সার্ভিসের অফিস থেকে ম্যানেজার শেখর বিশ্বাসের (৪৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

ঝালকাঠিতে এসএ পরিবহন পার্সেল সার্ভিসের অফিস থেকে ম্যানেজার শেখর বিশ্বাসের (৪৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল ৭টার দিকে অফিসের স্টাফ নাঈম হাসান প্রথমে এই দৃশ্য দেখতে পান। শেখর বিশ্বাস গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার মাছকান্দি গ্রামের বাসিন্দা ছিলেন। 
দীর্ঘ আট বছর ধরে শেখর বিশ্বাস এসএ পরিবহনের ঝালকাঠি শাখায় কর্মরত ছিলেন এবং পরিবারসহ সেখানে স্থায়ীভাবে বসবাস করছিলেন। তার এক ছেলে ও এক মেয়ে এখানকার স্কুলে পড়াশোনা করে। সম্প্রতি তাকে হঠাৎ বদলির নির্দেশ দেওয়া হয়, যা তার মানসিক বিপর্যয়ের কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। শেখরের স্ত্রী অভিযোগ করেন যে, বদলির অর্ডার পাওয়ার পর শেখর আরও ছয় মাস সময় চেয়েছিলেন কিন্তু কর্তৃপক্ষ রাজি হয়নি। বদলির চাপে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং কোম্পানির ঊর্ধ্বতনদের চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন। সহকারী ম্যানেজার জাহিদ হাসান জানান, ভোরে অফিস থেকে খবর পাওয়ার পর স্টাফ নাঈম ভেতরে গিয়ে শেখরের ঝুলন্ত মরদেহ দেখতে পান। 
এসএ পরিবহনের বরিশাল বিভাগীয় অফিসের ম্যানেজার মো. শাহদাত হোসেন জানান, গত আগস্ট মাসের ২৮ তারিখে শেখর সাহেবের বদলির নোটিশ আসে। তিনি সময় চেয়ে কোনো আবেদন করেননি এবং আট বছর ধরে একই পদে থাকার কারণে অফিসের নিয়ম মানতে বাধ্য ছিলেন। 
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। 
এই ঘটনা কর্মক্ষেত্রে মানসিক চাপের প্রভাবের একটি দৃষ্টান্ত হিসেবে উঠে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য সুরক্ষায় ব্যবস্থা গ্রহণ করা জরুরি। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কর্মস্থলে সহযোগিতা ও সংবেদনশীলতা বাড়ানোর আহ্বান জানানো হচ্ছে।

এই বিভাগের আরোও খবর

Logo