প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

মাহাবুব হোসেন প্রকাশিত: ১৮ এপ্রিল , ২০২৪ ০৮:৩৯ আপডেট: ১৮ এপ্রিল , ২০২৪ ০৮:৩৯ এএম
প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত
প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি, দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি, ক্ষুদ্র খামারি ও উদ্যোক্তাদের গবাদি পশু উৎপাদনে উদ্বুদ্ধ করার লক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী -২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি, দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি, ক্ষুদ্র খামারি ও উদ্যোক্তাদের গবাদি পশু উৎপাদনে উদ্বুদ্ধ করার লক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী -২০২৪ অনুষ্ঠিত হয়েছে। 

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের  আয়োজনে বৃহস্পতিবার জেএন হাই স্কুল মাঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আব্দুর রউফ। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খান, ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান, উপজেলা সহকারী কমিশনার আমিরুল আরাফাত, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আলমগীর হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

এই বিভাগের আরোও খবর

Logo