বুধবার ২৫ জানুয়ারী বৈষম্যবিরোধী ছাত্রান্দোলন তথা জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক
, অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেস্টা জনাব মাহফুজ আলম কে তার নিজ জন্মস্থান লক্ষীপুরের রামগঞ্জে গনসংবর্ধনা দেয়া হয়।রামগঞ্জের জনসাধারণের আয়োজনে এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এর সহায়তায় রামগঞ্জ সরকারী কলেজ মাঠে আয়োজিত এই গনসংবর্ধনায় সভাপতিত্ব করেন রামগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক জনাব দিদারুল আলম,উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক,সাংস্কৃতিক সংগঠন এর নেতৃবৃন্দ সহ সাধারন জনগন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা,উক্ত আয়োজনে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক সমিতি রামগঞ্জ শাখার সভাপতি জনাব কামাল হোসেন,উপজেলা হেফাজত ইসলামের আমির,জামাতে ইসলাম রামগঞ্জ পৌর আমির এড হাসানুল বান্না,লক্ষীপুর জেলার সমন্বয়ক রাফি জেলা জামাতের শূরা সদস্য আমিনুল ইসলাম মুকুল, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের রামগঞ্জ উপজেলা সভাপতি অপূর্ব কুমার সাহা,ইসলামি আন্দোলন বাংলাদেশ লক্ষীপুরের পক্ষে আমির হোসেন,উপজেলা জামাতের আমির নাজমুল ইসলাম পাটোয়ারী সহ আরো অনেকে,উক্ত আয়োজনে বক্তারা ন্যায় ইনসাফ ভিত্তিক বাংলাদেশের দাবি করেন প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপদেস্টা বলেন "আওয়ামী ফ্যাসিস্ট শাষন কে উতখাত করে আমরা সন্তুষ্ট নই আমরা সংস্কারের মাধ্যমে নির্বাচন করতে চাই,ধংস কৃত সকল স্থান পুনর্গঠন করতে চাই,ফ্যাসিবাদের দালাল দের অপসারন পূর্বক আমরা নির্বাচনের দিকে আগাবো,এদেশে সেনা শাষন আসার কোন সম্ভাবনা নেই,আমরা কারো কাছে মাথা নত করবো না,এদেশে আমরা আর ওয়ান এলেভেন চাই না,রাজনৈতিক দল গুলোকে বলবো আসুন সরকারকে সহোযোগিতা করুন বাংলাদেশ গঠনের জন্য,সংস্কার কার্যক্রম শেষ হবার পর আমরা নির্বাচনের দিকে অগ্রসর হবো",তিনি হুশিয়ার করে দিয়ে বলেন "বাংলাদেশ বিরোধী কাউকে নির্বাচনে অংশ নিতে দেয়া হবে না" রামগঞ্জে মিনি স্টেডিয়াম,গ্যাস সংযোগ সহ চার লেনের সড়ক ব্যাবস্থা সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত শেষ করার জন্য দায়িত্ব প্রাপ্তদের নির্দেশনা প্রদান করেন, গণসংবর্ধনা শেষে উপদেস্টা গরিব দুস্থদের মাঝে শীতবস্র বিতরন করেন। সভা শেষে মাননীয় উপদেস্টা রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারী কর্মকর্তা কর্মচারীদের সাথে এক মত বিনিময় সভায় অংশ গ্রহন করেন।