রংপুরের পীরগাছা উপজেলার অন্নদানগর বহুমুখী উচ্চ বিদ্যাল -য়ের মাঠে,শনিবার বিকেল ৪ ঘটিকার সময় ঘরোয়া প্রিমিয়ার লীগটি অনুষ্ঠিত হয়। খেলাটি হিট কালেকশন একাডেমির উদ্বেগে মোট চারটি দল অংশ গ্রহণ করেছেন।
রংপুরের পীরগাছা উপজেলার অন্নদানগর বহুমুখী উচ্চ বিদ্যাল -য়ের মাঠে,শনিবার বিকেল ৪ ঘটিকার সময় ঘরোয়া প্রিমিয়ার লীগটি অনুষ্ঠিত হয়। খেলাটি হিট কালেকশন একাডেমির উদ্বেগে মোট চারটি দল অংশ গ্রহণ করেছেন। এর মধ্যে দুইটি দল ফাইনাল খেলেন,একটি হচ্ছে কিংএলিভেন অপরটি হচ্ছে,প্রগতি একাডেমি শাধাগার ক্লাব। প্রথমে খেলয় নেমে দুই দলের মধ্যে বেশ হাড্ডাহাড্ডি লড়াই ছিল এবং মাঠে ব্যাপক দর্শক এর আনন্দ উল্লাস করতে দেখা যায়,এবং খেলার মাঠে অন্নদা- নগর ইউনিয়ন বিএনপির অঙ্গ- সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন, প্রধান অতিথি ছিলেন জিল্লুর রহমান মাস্টার,সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল অন্নদা-নগর ইউনিয়ন শাখা। বিশেষ অতিথি ছিলেন,গোলাম সারোয়ার সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদসরকার সহ-সভা পতি আলাউদ্দিন আলাল মোঃ রফিকুল ইসলা (দুধু) সহ-সভা পতি,জুয়েল খন্দকার (ভুট্টু) যুগ্ন সম্পাদক,সামসুল হক যুগ্ম সম্পাদক মো,রাশেদুল ইসলাম সাধারণ সম্পাদক,২ নং ওয়ার্ড অন্নদা-নগর ইউনিয়ন শাখা। খেলাটিতে সভাপতিত্ব করেন, মো,রফিকুল ইসলাম সাংগঠ- নিক সম্পাদক,অন্ন-দানগর ইউনিয়ন শাখা। তবে খেলায় দুটি দলেই বেশ শক্ত অবস্থানে ছিল কিন্তু হাফ- টাইমের আগে কিং ইলেভেন একাদশ একটি গোল করতে সক্ষম হন,এবং প্রগতি শাধাগার একাডেমি কোনরকম গোলের দেখা পাননি,খেলা শেষে ফাই- নাল ম্যাচটিতে কিং ইলেভেন একাদশ বিজয়ী হয়ে প্রথম পুরস্কার গ্রহণ করেন। এবং রানার সাব ট্রফি গ্রহণ করেন প্রগতি শাধাগার একাডেমি ক্লাব। এ সময় আমন্ত্রিত অতিথি ছিলেন,গণধিকার পরিষদ রংপুর জেলা শাখার সদস্য খায়রুল ইসলাম। তিনি বলেন,মাদক ও মোবাইল জুয়া থেকে যুব সমাজ- কে খেলায় মনোযোগী হওয়ার উদার্ত আহবান জানান। এ বিষয়ে অন্যান্য বক্তারা বলেন, যুব সমাজকে খেলার দিকে ধাবিত করতে হবে,তা না হলে আমাদের সন্তানরা মোবাইলে আসক্ত হবেন, এবং বিভিন্ন নেশার সঙ্গে জড়িত হবেন বলেও সংখ্যা প্রকাশ করেন। তাই ইউ- নিয়নের সকল যুব সমাজকে খেলা ধুলার মাধ্যমে মানসিক বিকাশের অনুভূতি প্রকাশ করেন।