ঈদগড়ের ভুট্টো চেয়ারম্যান ও টেকনাফের হোসাইনের বিরুদ্ধে দুদকের মামলা

কামরুল হাসান প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী , ২০২৫ ১৫:২৮ আপডেট: ৮ ফেব্রুয়ারী , ২০২৫ ১৫:২৮ পিএম
ঈদগড়ের ভুট্টো চেয়ারম্যান ও টেকনাফের হোসাইনের বিরুদ্ধে দুদকের মামলা
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ ভুট্টো ও টেকনাফের ইয়াবা ব্যবসায়ী মোহাম্মদ হোসাইনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ ভুট্টো ও টেকনাফের ইয়াবা ব্যবসায়ী মোহাম্মদ হোসাইনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আত্নস্বীকৃত কারবারি মোহাম্মদ হোসাইন স্থানীয় পূর্ব লেদাপাড়ার মৃত কামাল হোসাইনের ছেলে। দুদক কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো. সাখাওয়াত হোসেনের দায়ের করা পৃথক মামলায় উল্লেখ করা হয়েছে, চেয়ারম্যান ফিরোজ আহমেদ ভুট্টো ৭৭ লাখ ৪৪ হাজার ৬৮৩ টাকার সম্পদের জ্ঞাত আয়ের উৎস ব্যাখ্যা দিতে পারেননি। অন্যদিকে, তালিকাভুক্ত মাদক কারবারি মোহাম্মদ হোসাইন ২ কোটি ৬৫ লাখ ৯৬ হাজার ৩০৬ টাকার অবৈধ সম্পদ গড়েছেন বলে অভিযোগ আনা হয়েছে। দুদকের কক্সবাজার কার্যালয়ের উপপরিচালক সুবেল আহামদ জানান, “অবৈধ সম্পদ অর্জন ও দুর্নীতির বিরুদ্ধে দুদকের অভিযান অব্যাহত থাকবে। কাউকে ছাড় দেওয়া হবে না।” তদন্তে প্রাথমিকভাবে তা প্রমাণিত হওয়ায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ২৭(১) ধারায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়। এ ঘটনায় কক্সবাজারের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দাবি করছেন, শুধুমাত্র মামলা দায়ের নয়, দ্রুত তদন্ত ও যথাযথ বিচার নিশ্চিত করা হোক, যেন দুর্নীতি ও মাদক ব্যবসার বিরুদ্ধে কার্যকর বার্তা যায়।

এই বিভাগের আরোও খবর

Logo