দিনাজপুর জেলার কাহারোল উপজেলায় গত ফেব্রুয়ারি ২০২৫ মাসে জিংক সমৃদ্ধ ব্রি ১০০ জাতের ধান ও সার ৩টি ইউনিয়নে মুকুন্দপুর, রসুলপুর ও রামচন্দ্রপুর ইউনিয়নের মোট ২৬ জন কৃষকের মাঝে বিতরণ করা হয়েছিল।
অদ্য ৭ মে ২০২৫ ইং সকাল ১১ টার সময় রোপনকৃত সেই ব্রি ১০০ জাতের ধান কাটা শুরু উপলক্ষে ওয়ার্ল্ড ভিশন কাহারোল এর আয়োজনে ৩ নং মুকুন্দপুর ইউপির পৌরিয়া কাজীপাড়া পি এফ এ জিংক সমৃদ্ধ ব্রি ১০০ ধান উৎপাদন প্রদর্শনী কৃষক মাঠ দিবস সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় ওয়ার্ল্ড ভিশন কাহারোল ম্যানেজার লাভলী লাকী বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উদ্ভিদ সংরক্ষণ অফিসার মুক্তি চন্দ্র বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ সহকারী কৃষি অফিসার মো: তোফায়েল আহমেদ, উৎপল রায় ও ওয়ার্ল্ড ভিশন প্রোগ্রাম অফিসার আল বিনুস সরেন, বাপ্পি জয়ধর প্রমুখ।