শিবচরে কৃষকদলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত

মাসুদ রেজা ফিরোজী প্রকাশিত: ৯ জানুয়ারী , ২০২৫ ১৩:৪৯ আপডেট: ৯ জানুয়ারী , ২০২৫ ১৩:৪৯ পিএম
শিবচরে কৃষকদলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত
বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে কৃষকদলের আয়োজনে সারাদেশে তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে কৃষকদলের আয়োজনে সারাদেশে তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে। তার এই অংশ হিসাবে মাদারীপুরের শিবচরে উপজেলার ভদ্রাসন ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) বিকেলে উপজেলার ভদ্রাসন ইউনিয়নের গনিরমোড় এলাকায় মাঠে এ কৃষক সমাবেশ করা হয়েছে। শিবচর উপজেলা কৃষকদলের আহ্বায়ক রফিকুল ইসলাম টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যোগাযোগ বিষয়ক সম্পাদক এ্যাড. নাসীর উদ্দিন বেপারী। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা কৃষকদলের সদস্য সচিব অহিদুজ্জামান খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ওবায়দুর রহমান খান, যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল আলম যুগ্ম আহ্বায়ক মাহমুদ হোসেন সুমন।এসময় বক্তারা কৃষকদের মানোন্নয়ন করাসহ তাদের বিভিন্ন সহযোগিতার করবেন বলে জানান। এছাড়াও তারা বিগত সরকারের দুর্নীতি বিষয় বিভিন্ন বক্তব্য দিয়েছেন। অনুষ্ঠানে আরো উপস্থিত  ছিলেন ভদ্রাসন ইউনিয়ন বিএনপির সভাপতি বাবুল মাদবর, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ওয়াহীদ মীনা লাট্টু, ভান্ডারীকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি কুতুবুল আলম, ভদ্রাসন ইউনিয়ন বিএনপির সাধার সম্পাদক মো: জামাল খালাসী, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি রিপন মুন্সী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি সভাপতি মাসুদুর রহমান, ইউনিয়ন ছাত্র দলের সভাপতি জুয়েল মাদবর প্রমুখ। শিবচর উপজেলা জাতীয়তাবাদী কৃষকদলের সদস্য সচিব মো: লিটন শিকদারের অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন।

এই বিভাগের আরোও খবর

Logo