সম্পন্ন হলো আইডিয়া ফ্রাইডে মিলের ১২৯ তম সপ্তাহ

এসএম মিরাজুল কবীর টিটো প্রকাশিত: ৩০ মার্চ , ২০২৪ ০৬:৪৩ আপডেট: ৩০ মার্চ , ২০২৪ ০৬:৪৩ এএম
সম্পন্ন হলো আইডিয়া ফ্রাইডে মিলের ১২৯ তম সপ্তাহ
যশোরস্থ স্বেচ্ছাসেবী সংগঠন আইডিয়া সমাজকল্যাণ সংস্থার সাপ্তাহিক প্রকল্প আইডিয়া ফ্রাইডে মিলের একাধারে ১২৯ তম সপ্তাহ পার হলো শুক্রবার। ‘আইডিয়া ফ্রাইডে মিল’ মূলত আইডিয়া সমাজকল্যাণ সংস্থার একটি সাপ্তাহিক প্রকল্প যেখানে পবিত্র জুম্মার দিনে শিক্ষার্থীরা নিজ হাতে রান্না করা পোলাউ-মাংস, খিচুড়ি ইত্যাদি ভালো মানের খাবার নিয়ে জুম্মার নামাজের পর অভাবী, অনাহারী মানুষদের দিয়ে আসে।

যশোরস্থ স্বেচ্ছাসেবী সংগঠন আইডিয়া সমাজকল্যাণ সংস্থার সাপ্তাহিক প্রকল্প আইডিয়া ফ্রাইডে মিলের একাধারে ১২৯ তম সপ্তাহ পার হলো শুক্রবার। ‘আইডিয়া ফ্রাইডে মিল’ মূলত আইডিয়া সমাজকল্যাণ সংস্থার একটি সাপ্তাহিক প্রকল্প যেখানে পবিত্র জুম্মার দিনে শিক্ষার্থীরা নিজ হাতে রান্না করা পোলাউ-মাংস, খিচুড়ি ইত্যাদি ভালো মানের খাবার নিয়ে জুম্মার নামাজের পর অভাবী, অনাহারী মানুষদের দিয়ে আসে।

কখনো পথে থাকা অনাহারী, শ্রমজীবী, কখনো বৃদ্ধাশ্রম কিংবা এতিমখানায় থাকা শিশু অথবা বস্তিবাসীদের মধ্যেও দেওয়া হয় এই খাবার। ২০২১ সালের ১৫ অক্টোবর (শুক্রবার) তারিখ থেকে শুরু হয়ে অদ্যাবধি কোন শুক্রবার ফ্রাইডে মিল বন্ধ হয়নি। এটিই রমজানে ‘আইডিয়া ফ্রাইডে ইফতার’ হিসেবে পরিচালনা করে শিক্ষার্থীরা। অর্থাৎ রমজানের শুক্রবারে ইফতারের আগে তারা এই ভালো মানের খাবার পৌঁছে দেয় অভাবীদের, অনাহারী মানুষের কাছে।

সেই ধারাবাহিকতায় শুক্রবার ১২৯ তম আইডিয়া ফ্রাইডে মিল কে কেন্দ্র করে দেড় শতাধিক শ্রমজীবী ও মেহনতি মানুষের সাথে আয়োজন করা হয় আড়ম্বরপূর্ণ ইফতার। শ্রমজীবী ও মেহনতি মানুষেরাই অতিথি হিসেবে উপস্থিত হয় আইডিয়া প্রাঙ্গণে। সুসজ্জিত চেয়ার টেবিলের সামনে ২০ রকমের পদ সাজানো ইফতারের প্লেট এবং শরবত দিয়ে আপ্যায়ন করা হয় ১৫০ এর অধিক মানুষকে।

আইডিয়া সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা জনাব মো হামিদুল হক নিজে তাদের সাথে বসে ইফতারি করেন। তিনি বলেন, “আমাদের প্রত্যেকের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা ও সম্মিলিত প্রয়াস ই পারে বহু মানুষের প্রশান্তির কারণ আনতে। ঠিক তেমনি একটি প্রকল্প আইডিয়া ফ্রাইডে মিল। আজ থেকে ১২৮ সপ্তাহ আগের শুক্রবারে মাত্র ১০০০ টাকা দিয়ে আমার ছেলেমেয়েরা এই কাজ শুরু করেছিলো। বিনা পুঁজি, বিনা সঞ্চয় – শুধু আত্মবিশ্বাস, নিষ্ঠা নিয়ে ওদের দেওয়া স্বেচ্ছাসেবায় মাঝে মাঝেই যোগ হয়েছেন নানান সুহৃদ। এভাবেই চলমান আছে আইডিয়া ফ্রাইডে মিল। প্রতিবছর রমযানে একটা ইফতার আমরা রাখি আমাদের আশেপাশে খেটে খাওয়া শ্রমজীবী ও মেহনতি মানুষের সাথে করার জন্য। আলহামদুলিল্লাহ, আজ ১২৯ তম সপ্তাহে এবছরের সেই দিন সম্পন্ন হলো। সাথে যোগ হয়েছে আমার সুহৃদ মহল।“আইডিয়া ফ্রাইডে মিল এর কোর্ডিনেটর শাহারিয়া ইয়াসমিন বলেন, “আইডিয়ার স্বেচ্ছাসেবক দের কাছে শুক্রবার একটি উৎসব আয়োজনের দিন। রমযানের মাসে তা দ্বিগুণ আনন্দ আনে যখন ইফতারি তে অসংখ্য অভুক্ত মানুষের কাছে আমরা খাবার পৌঁছে দিই। ১২৮ সপ্তাহ আলহামদুলিল্লাহ এভাবেই চলেছে। অনেক সুহৃদ তাদের বাচ্চার জন্মদিন কিংবা প্রিয়জনের মৃত্যুবার্ষিকী তে ফ্রাইডে মিলে যুক্ত হন।“

ইফতারে আগত অতিথি সেলিম হাসান পেশায় একজন দর্জি। তিনি ইফতারের পরে জানান, “আমাদের ইফতারি বলতে পানি আর দুমুঠো চিড়া। আজকের এই আয়োজনে তৃপ্তির সাথে ইফতার করলাম, সাথেই এতো সম্মান দেয় এরা, সেটায় শান্তি।“ রবিউল হাসান পেশায় মাটিকাটা শ্রমিক, তিনি বলেন, “এরা সারা মাস পানি দেয় এলাকায়। ইফতারের সময় এদের দেওয়া ঠান্ডা পানি খেয়ে তৃপ্তি হয়। আজ আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসছে আর ভরপেট ইফতারি করালো আলহামদুলিল্লাহ। ভীষণ খুশি হয়েছি। উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, যশোর সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আমিনুর রহমান মামুন, ফারাজী আহমেদ সাঈদ বুলবুল।

এই বিভাগের আরোও খবর

Logo