কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ শিক্ষার্থী ও বাস চালকের দ্বন্দে ১১ জন শিক্ষার্থী আহত

নূসরাত জাহান ঈশিতা প্রকাশিত: ৫ ডিসেম্বর , ২০২৩ ১২:৫৭ আপডেট: ৫ ডিসেম্বর , ২০২৩ ১২:৫৭ পিএম
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ শিক্ষার্থী ও বাস চালকের দ্বন্দে ১১ জন শিক্ষার্থী আহত
হাসপাতালে আহত শিক্ষার্থী
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাএদের ওপর হামলার অভিযোগ উঠেছে, কুমিল্লার শাসনগাছার একতা পরিবহন শ্রমিকের বিরুদ্ধে।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাএদের ওপর হামলার অভিযোগ উঠেছে, কুমিল্লার শাসনগাছার একতা পরিবহন শ্রমিকের বিরুদ্ধে। 

জানা যায়, সোমবার (৪ডিসেম্বর) সন্ধ্যায় ভিক্টোরিয়া কলেজের ২জন শিক্ষার্থী যখন রাস্তা পারাপার হচ্ছিলো তখন একতা পরিবহনের একটি বাস বেপরোয়া ভাবে একজন শিক্ষার্থীকে চাপা দেওয়ার চেষ্টা করে। এটি নিয়ে অপর শিক্ষার্থীদের সাথে বাস ড্রাইভার ও হেল্পারদের বাক বিতন্ডা শুরু হয়। শিক্ষার্থীরা প্রতিবাদ করলে তাদেরকে বাস র্টামিনালে নিয়ে আসা হয় এবং বাসে আটকে রাখা হয়। তখন তাদেরকে উদ্ধারের জন্য সহপাঠিরা বাস র্টামিনালে যান এবং তাদের সাথে যখন কথা বলতে যায় শ্রমিকরা তাদের উপর হামলা করেন। তারা দেশিয় অস্র নিয়ে জড়ো হন। পরবর্তীতে এই নিয়ে একতা বাসের শ্রমিকদের সাথে কথা বললে তারা বলে, শিক্ষার্থীরা আগে হামলা করে তাদের একজন আহত হয়ে চান্দিনা হাসপাতালে ভর্তি।

এই ঘটনায় আশঙ্কাজনক অবস্তায় ৪জন ছাএকে হাসপাতালে ভর্তি করা হয়। আহত আরও ১১ জন ছাএ হাসপাতালে রয়েছে। আহত এক ছাএ রতন বলেন,আমাদের তারা র্টাগেট করে হামলা করেছে। আমার কাছে বাইক বিক্রির ১লাখ ৬০ হাজার টাকা ছিলো সেগুলো নিয়ে গেছে। আমাদের সহপাঠিদের ৫টির ও বেশি মোবাইল নিয়ে গেছে তারা

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে উপাধ্যক্ষ মৃনাল কান্তি গোস্বামি বলেন, আমাদের ১৫জন ছাএের অবস্থা আশঙ্কাজনক। তাদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। একজনের মাথায় বারোটি সেলাই লেগেছে। আমাদের ছেলেরা রক্তাক্ত অবস্থায় হাসপাতালে এসেছে। আমাদের অধ্যক্ষ স্যার হাসপাতালে ভর্তি, তাই আসতে পারেনি কাল স্যারসহ আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। 

কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন( সদর সার্কেল) বলেন, শাসনগাছায় একটি ঘটনা ঘটেছে শুনেছি, এই ঘটনায় অভিযোগ পাইনি, অভিযোগ পেলে ব্যবস্থা নিবো।

এই বিভাগের আরোও খবর

Logo