সাভার বাজার রোডে গত মাসে ইন্টারনেট ব্যবসায়ীকে চাদাবাজির টাকা না পেয়ে জিম্মি করে রাতভর নির্যাতনের ঘটনায়
সাভার বাজার রোডে গত মাসে ইন্টারনেট ব্যবসায়ীকে চাদাবাজির টাকা না পেয়ে জিম্মি করে রাতভর নির্যাতনের ঘটনায়, আসামী চুয়ানি শহীদের পক্ষে ভুক্তভোগী রনিকে ভয়ভীতি ও চাপ দিয়ে জোরপূর্বক মিমাংসা করতে বাধ্য করেছেন ৫ নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি হুমায়ুন ওরফে ছেচড়া হুমায়ুন এবং চুয়ানি শহীদের নিকট হতে ৫০ হাজার টাকা জরিমানা বাবদ মিমাংসা করেন ছেচড়া হুমায়ুন। জরিমানার টাকা নিয়ে ভুক্তভোগীকে মাত্র ২০ হাজার টাকা বুঝিয়ে দিয়ে বাকি ৩০ হাজার টাকা আত্মসাৎ করেন এই বিএনপি নামধারী ছেচড়া হুমায়ুন ভুক্তভোগীর ২টা মোবাইল ও নগদ টাকা মিলিয়ে আনুমানিক মূল্য নির্ধারণ করেন এই হুমায়ুন
অথচ বিচার এর টাকা নিজে আত্মসাৎ করে ভুক্তভোগী রনিকে ধরিয়ে দিলেন প্রহসন, সমাজের চরম অধপতনের নমূনা এই সকল ছেচড়ারা, আবার এই চুয়ানী শহীদ নিজে হুমায়ুনের একান্ত ঘনিষ্ঠজন অথচ সুযোগ পেয়ে নিজ লোকের কাছ থেকে টাকা আত্মসাৎ করতে নূন্যতম বিবেকবোধ কাজ করে নাই বলেই এলাকায় এই হারবাল হুমায়ুনের নাম হয়ে গিয়েছে ছেচড়া হুমায়ুন। সেই ভুক্তভোগী নিজেই লজ্জায় পড়ে গিয়েছে হুমায়ুন এর কার্যকলাপে আরো কয়েকজন ব্যবসায়ী বলেন এই হুমায়ুন এতো ছেচড়া যে তুচ্ছ ঘটনার বিচারের নামেও ১০০০ টাকা জরমানা করে, সেখান থেকে নিজে ৫০০ টাকা রেখে দেয়। বিএনপির নাম ভাংগিয়ে এই হুমায়ুন আবার ব্যবসায়ী সমিতির নেতা হয়েছেন বাজার রোডের অনেক ব্যবসায়ী হতাশ যে,হুমায়ুনের মতো একজন ছেচড়া যদি সমিতির নেতৃত্বে থাকে তাহলে আমরা সাধারণ ব্যবসায়ীরা অনিরাপদ কারন তুচ্ছ ঘটনার অবতারনা করে টাকা বা চাদাবাজি করতে ব্যস্ত থাকে এই ছেচড়া হুমায়ুন বাজার রোডের ব্যবসায়ীরা বলেন সমিতির বার্ষিক বনভোজন আগামী ২২ জানুয়ারি। এই উসিলায় সমিতির কিছু উল্লেখযোগ্য ব্যবসায়ীকে টার্গেট করে চাদাবাজি করছে এই ছেচড়া হুমায়ুন অথচ কেউ দেখার নেই অতিসত্তর বাজার রোড ব্যবসায়ী সমিতির অন্যান্য নেতৃবৃন্দ এই ছেচড়া হুমায়ুনের বিষয়টি সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দেখার জন্য আহবান জানান।