মাদ্রাসার ভবন নির্মাণের অভিযোগে ইউএনও র কাছে স্মারকলিপি।

ফরিদ মিয়া প্রকাশিত: ২১ মে , ২০২৫ ১৭:১১ আপডেট: ২১ মে , ২০২৫ ১৭:১১ পিএম
মাদ্রাসার ভবন নির্মাণের অভিযোগে  ইউএনও র কাছে  স্মারকলিপি।

ময়মসিংহের নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের ধূরুয়া  ডি এস  দাখিল মাদ্রাসায় নতুন ভবন নির্মানে নিম্ন মানের কাজ ও অনিয়মের সাইফুল ইসলাম ভুঁইয়া  লিখিত অভিযোগ করেন।  ২১ শে মে বুধবার নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিন সাত্তারের  নিকট । 
লিখিত অভিযোগ উল্লেখ করা হয়  ভবন নির্মানের ইস্টিমিটে  যেখানে ৯৫% সেন্ট ফিলিং শুকনা বালু  দেওয়া কথা সেখানে অবৈধ ড্রেজারের মাধ্যমে কাঁদামাটি দিয়ে ভরাট করা হয়। পরে এলাকাবাসীর সচেতন মহল ও যুব সমাজের বাধাঁয়  নির্মাণ কাজ বন্ধ রাখা হয়। 
পরবর্তীতে ময়মনসিংহ ইঞ্জিনিয়ার অফিসের ল্যাবরেটরীতে বালু এবং পাথর পরীক্ষার জন্য পাঠানো হলে । ইঞ্জিনিয়ার অফিস থেকে বলা হয় ড্রেজার মেশিন  দিয়ে সরকারী কাজে কাঁদামাটি বরাট  নিষিদ্ধ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক রফিক কে  জানিয়ে দেন।
ময়মনসিংহ ইঞ্জিনিয়ার অফিসের নির্দেশনা অমান্য করে আবারো আওয়ামী লীগের কিছু সংখ্যক লোক ও অত্র প্রতিষ্ঠানের সুপার  এবং সভাপতির সহায়তায়  পূনরায় কাজ শুরু করেছে।
উক্ত নির্মাণাধীন কাজ বন্ধের দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করা হয়। 
ময়মনসিংহে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী  জানতে চাইলে তিনি বলেন, আমি কোন অভিযোগ পাই নি। তবে আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি চিকন বালী দিয়েছে। যেখানে বালির মান এফ এম জিরো পয়েন্ট 5 2পয়েন্ট 0 8 হলেই হলো। ড্রেজার বা কেটেও দিতে পারে 
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে জানতে চাইলে তিনি বলেন অভিযোগ পাওয়ার সাথে সাথে নান্দাইল প্রকৌশলী বিভাগের ইঞ্জিনিয়ার এ বিষয়ে সাময়িক ভাবে কাজ বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়েছে। পরে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে। 

এই বিভাগের আরোও খবর

Logo