বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাহমুদুল হাসান হত্যা মাম- লায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী,নুরুজ্জামান আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য,৫দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রংপুরে(৩১ জানুয়ারি)শুক্রবার সকাল ১০টার দিকে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদা -লতের(৩য় আদালতের)বিচারক দেবী রানী চৌধুরী এ আদে -শ দেন। এবং রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মোহাম্মদ শিবলী কায়সার জানান, গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে সাবেক সমাজ কল্যা -ণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ-কে গ্রেফ তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে বলে জানিয়েছেন তিনি। সাবেক এ মন্ত্রীকে চেকআপের জন্য রংপুর মেডিকে- লে নেওয়া হয়েছিল,শুক্রবার রিমান্ড আবেদনের জন্য আদা -লতে তোলা হয়। শুক্রবার সকাল সাড়ে ৯,৩০টার দিকে রংপুরে কোতোয়ালি থানা থেকে প্রিজন ভ্যানে করে মোঃ নুরুজ্জামান আহমেদকে আদালতে নেয়া হয়। আদালতে মাহমুদুল হাসান হত্যার ঘটনা খতিয়ে দেখতে ও তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য নুরুজ্জামান আহমেদের ১৫ দিনের রিমান্ড চান মামলার তদন্তকারী কর্মকর্তা। কোতো- য়ালি থানার উপপরিদর্শক মোস্তাফিজার রহমান। এ সময় রংপুর মহানগর আদালতের উপপুলিশ পরিদর্শক আবদুর রফিকুল ইসলাম রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। তবে নুরুজ্জামান আহমেদের রিমান্ড বাতিল ও জামিন চেয়ে যুক্তি উপস্থাপন করেন তাঁর আইনজীবী ইফতা আখতার। বাদী ও বিবাদী পক্ষের শুনানি শেষে আদালত জিজ্ঞাসাবা- দের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তকা- রী কর্মকর্তা মোস্তাফিজার রহমান জানান,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ আগস্ট রংপুর সুপার মার্কেট-সংলগ্ন এলাকায় মাহমুদুল হাসান নিহত হন। নুরুজ্জামান আহমেদ এই হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি। মামলাটি তদন্তাধীন হওয়ায় হত্যার মূল রহস্য উদ্ঘাটন করতে তাঁকে রিমান্ডের আবেদন জানানো হয়। নুরুজ্জামানের আইনজীবী ইফতা আখতার জানান,নুরুজ্জামান আহমেদের বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জে। আর হত্যাকাণ্ডের ঘটনা রংপুরে,তিনি এসবের মধ্যে জড়িত ছিলেন না। এমন কোনো প্রমাণ নেই,তাই তাঁর রিমান্ড বাতিল,ও জামিনের আবেদন করা হয়।গত বৃহস্পতিবার রাত ৯টায় রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডের পোস্ট অফিসের গলির এক আত্নীয়ের বাসা থেকে নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তার করে রংপুর মেট্রো- পলিটন পুলিশ (আরপিএমপি)। পরে তাঁকে মাহমুদুল হাসান হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে,রংপুর নগরের কোতোয়ালি থানায় নেওয়া হয়।