যশোর জিলা স্কুলের সিনিয়র শিক্ষক মনিরুজ্জামানের বিরুদ্ধে ছাত্রকে নির্যাতনের অভিযোগ

এসএম মিরাজুল কবীর টিটো প্রকাশিত: ৬ ফেব্রুয়ারী , ২০২৪ ০৬:৩৫ আপডেট: ৬ ফেব্রুয়ারী , ২০২৪ ০৬:৩৫ এএম
যশোর জিলা স্কুলের সিনিয়র শিক্ষক মনিরুজ্জামানের বিরুদ্ধে ছাত্রকে নির্যাতনের অভিযোগ
যশোর জিলা স্কুলের সিনিয়র শিক্ষক মনিরুজ্জামানের বিরুদ্ধে নবম শ্রেণির এক ছাত্রকে শারিরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে এস এম জাহাঙ্গীর আলম লিখিত অভিযোগ দিয়েছেন যশোরের জেলা প্রশাসক ও বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের কাছে।

যশোর জিলা স্কুলের সিনিয়র শিক্ষক মনিরুজ্জামানের বিরুদ্ধে নবম শ্রেণির এক ছাত্রকে শারিরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে এস এম জাহাঙ্গীর আলম লিখিত অভিযোগ দিয়েছেন যশোরের জেলা প্রশাসক ও বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের কাছে।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, তার ছেলে এসএম রাগিব ইয়াসার জিলা স্কুলের নবম শ্রেণিতে অধ্যায়নরত আছে। ১ ফেব্রুয়ারি জিলা স্কুল থেকে ৯ম ও১০শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে  টুঙ্গিপাড়া ও বাগেরহাটের দর্শনীয় স্থানে পিকনিকের আয়োজন করে। তিনি তারপুত্রকে নিয়ে স্কুল ক্যাম্পাসে গাড়িতে উঠাতে যায়। কিন্তু গাড়িতে বসার কোন ছিট না থাকায় কর্তব্যরথ দুই শিক্ষককের দৃষ্টি আকর্ষন করে বলি এতপথ সে দাড়ায় কিভাবে যাবে। সঙ্গে সঙ্গে ওই শিক্ষক মনিরুজ্জামান বলেন টাকা ফেরত নিয়ে চলে যান। পরবর্তীতে স্কুলের সিনিয়র শিক্ষক আনিছুর রহমান সহ অণ্যান্য শিক্ষকের হস্তক্ষেপে বিষয়টি নিষ্পত্তি হয় ও আমার ছেলেকে পিকনিকে পাঠায়। এর জের ধরে সিনিয়র শিক্ষক মনিরুজ্জামান রোববার আমার সন্তানের অনুপস্থিতিতে অন্যান্য ছাত্রদের সামনে আমার ও আমার সন্তানের নামে নানা গালিগালাজ করা সহ বেয়াদব বলে তিরস্কার করেন। সোমবার সে স্কুল উপস্থিত হলে ওই শিক্ষক তাকে উপযুপরি চরথাপ্পড় মারেন। সেই সাথে জানোয়ারের বাচ্চা বলে গালিগালাজ করেন। এ বিষয়ে তিনি ওই শিক্ষকের বিরুদ্ধে বিচার বাদী করেছেন।

এ বিষয়ে সিনিয়র শিক্ষক মনিরুজ্জামানের মোবাইল নম্বরে একাধিক বার কল দিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি।এ ব্যাপারে যশোরের জেলা প্রশাসক ও বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার জানান অভিযোগ পত্র জমা দিলেও আমার কাছে পৌছায়নি। অভিযোগ পত্র পেলে সিদ্ধান্ত  নেয়া হবে।


এই বিভাগের আরোও খবর

Logo