নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় হলি চাইল্ড কিন্ডারগার্টেন ও হাইস্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে ।
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় হলি চাইল্ড কিন্ডারগার্টেন ও হাইস্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে । সোমবার (২০ জানুয়ারি) সকালে উপজেলার সান্দিকোণা ইউনিয়নের উক্ত বিদ্যালয়ের খেলার মাঠে এ সংবর্ধনা ও সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সাবেক মেম্বার মো. মঞ্জু মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. ইমদাদুল হক তালুকদার । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আবদুল হাই সেলিম, ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভুইঁয়া রোকন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ইয়াকুব আলী জুয়েল, অধ্যক্ষ বাবুল আহমেদ, জনতা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহীদ উল্লাহ, ইউনিয়ন যুবদলের আহবায়ক হাবিবুর রহমান হাবুল, সদস্য সচিব ইয়াসিন আরাফাত বাবু প্রমুখ । এছাড়াও উপস্থিত ছিলেন, হলি চাইল্ড কিন্ডারগার্টেন ও হাইস্কুলের পরিচালক মোঃ ইলিয়াছ কাঞ্চন সুজন, প্রধান শিক্ষক মোঃ মাহবুব আলম, প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ । অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ২৪ জন কৃতি শিক্ষার্থী ও শিক্ষককে ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানোর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন এবং প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. ইমদাদুল হক তালুকদারও সম্মানিত উপস্থিতিদের অনুরোধে শ্রদ্ধেয় সুবীর নন্দীর একটি গান গেয়ে অনুষ্ঠানের ভিন্ন মাত্রা যোগ করেন । যা সকলকে আরো বেশি আন্দোলিত করে ।