লালমোহনে হিন্দু সম্প্রদায়ের মধ্যে কম্বল বিতরণ

মোঃ মাকসুদ আলম প্রকাশিত: ২০ জানুয়ারী , ২০২৫ ১৯:০৫ আপডেট: ২০ জানুয়ারী , ২০২৫ ১৯:০৫ পিএম
লালমোহনে হিন্দু সম্প্রদায়ের মধ্যে কম্বল  বিতরণ
ভোলার লালমোহন উপজেলায় হিন্দু সম্প্রদায়ের অসহায় এবং হতদরিদ্র দেড় শতাধিক পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

ভোলার লালমোহন উপজেলায় হিন্দু সম্প্রদায়ের অসহায় এবং হতদরিদ্র দেড় শতাধিক পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের লর্ডহার্ডিঞ্জ বাজার সংলগ্ন  শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির প্রাঙ্গণে নাগরিক উন্নয়ন ফোরাম লালমোহন-তজুমদ্দিন ও ব্যারিষ্টার আব্দুর রহমান খোকার পক্ষে এসব কম্বল বিতরণ করা হয়। নাগরিক উন্নয়ন ফোরামের উপদেষ্টা ও ভোলা জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আকতার উল্যাহর সভাপতিত্বে কম্বল বিতরণকালে নাগরিক উন্নয়ন ফোরাম লালমোহন-তজুমদ্দিনের প্রধান সমন্বয়ক মো. ছিদ্দিকুর রহমান শান্ত করিম, ইউনিয়ন উপদেষ্টা ও লর্ডহার্ডিঞ্জ ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক মো. সালাউদ্দিন, লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন নাগরিক উন্নয়ন ফোরামের সমন্বয়ক ও রায়চাঁদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলের প্রধান শিক্ষক মো. ফয়সাল মাহমুদসহ আরো অনেকে উপস্থিত ছিলে। 

এই বিভাগের আরোও খবর

Logo