ভোলা মুক্ত দিবস পালিত

শরীফ হোসাইন প্রকাশিত: ১১ ডিসেম্বর , ২০২৪ ২০:১০ আপডেট: ১১ ডিসেম্বর , ২০২৪ ২০:১০ পিএম
ভোলা মুক্ত দিবস পালিত
ভোলা মুক্ত দিবস পালিত

র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে ভোলা হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের এ দিনে পাকিস্তানী হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় আজকের দ্বীপজেলা ভোলা। ১০ ডিসেম্বর (মঙ্গলবার) ভোলা মুক্ত দিবস উপলক্ষে ভোলা জেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় হতে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভোলা মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।জেলা প্রশাসক মোঃ আজাদ জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। এ সময় আরো উপস্থিত ছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ ও জেলা প্রশাসন ও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যগণ, বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তাগণ, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাথীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ।

এই বিভাগের আরোও খবর

Logo