লোহাগাড়া'র নারী নির্যাতন মামলার মুল আসামী র‌্যাব-৭'র হাতে আটক

মোঃ ইসমাইল ইমন প্রকাশিত: ১৪ জানুয়ারী , ২০২৪ ১৪:০০ আপডেট: ১৪ জানুয়ারী , ২০২৪ ১৪:০০ পিএম
লোহাগাড়া'র নারী নির্যাতন মামলার মুল আসামী র‌্যাব-৭'র হাতে আটক
চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানার আলোচিত ও চাঞ্চল্যকর নারী নির্যাতন মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি সাইফুল ইসলাম’কে মহানগরীর বায়েজিদ বোস্তামী এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানার আলোচিত ও চাঞ্চল্যকর নারী নির্যাতন মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি সাইফুল ইসলাম’কে মহানগরীর বায়েজিদ বোস্তামী এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

র‌্যাব-৭, চট্টগ্রাম সুত্রে জানাযায় গোপন সংবাদে জানতে পারে চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানার মামলা নং-০৯(১০)২০২২ জিআর-৩৯০/২২, ধারাঃ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সং/০৩) এর ১১(গ)/৩০ এর এজাহার নামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সাইফুল আলম চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন বিএসআরঅএম মোড় এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল ১২ জানুয়ারি ২০২৪ইং আনুমানিক ১১:৩০ মিনিটের সময় বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি সাইফুল আলম (৩৮) পিতা-মৃত জাগির হোসেন, সাং-বড়হাতিয়া, থানা- লোহাগাড়া, জেলা- চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, সে সূত্রে বর্ণিত মামলার এজাহার নামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।

গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে আসামীকে চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরোও খবর

Logo