সোনারগাঁয়ে এসির কম্প্রেসার বিস্ফোরণে নিহত-২

নূর নবী জনি প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী , ২০২৫ ১৭:৫৯ আপডেট: ২৩ ফেব্রুয়ারী , ২০২৫ ১৭:৫৯ পিএম
সোনারগাঁয়ে এসির কম্প্রেসার বিস্ফোরণে নিহত-২
নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে এসি'র কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ হয়ে তুহিন (২৫)ও রাফি (২২) নামে দুই যুবক নিহত হয়েছেন।

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে এসি'র কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ হয়ে তুহিন (২৫)ও রাফি (২২) নামে দুই যুবক নিহত হয়েছেন।

রোববার দুপুরে উপজেলার কাঁচপুর ইউনিয়নের ইস্টার্ন ব্যাংকে এ দুর্ঘটনা ঘটে। নিহত তুহিন চাঁদপুর সদরের সেলিম বেপারীর ছেলে ও নিহত রাফি লক্ষিপুরের রামগঞ্জ থানার বাসিন্দা। শিমরাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান,রোববার দুপুরে কাচঁপুর ইস্টার্ন ব্যাংকের এসির কম্প্রেশারে মেরামতের কাজ করাকালীন সময়ে  তুহিন ও রাফি নামের দুই যুবক কম্প্রেশার বিস্ফোরণে অগ্নি দগ্ধ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এবিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী জানান, বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি,দুজন নিহতের খবর পেয়েছি। এ বিষয়ে তদন্ত চলছে।

এই বিভাগের আরোও খবর

Logo