শালিখার বুনাগাতি সার্বজনীন কেন্দ্রীয় কালী মন্দিরে ২৪ প্রহারব্যাপী চলছে মহানাম যজ্ঞ অনুষ্ঠান। গত বুধবার থেকে শুরু হয়েছে শেষ হবে ১৮ই মে রবিবার।
এই মহানাম যজ্ঞে সার্বিক সহযোগিতা করেছেন জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান এবং সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মোজাফফর হোসেন টুকু ও জেলা যুবদলের সহ-সভাপতি তারুণ্যের অহংকার মোঃ কাইজার হোসেন। সঞ্চালনায় আছেন, প্রধান শিক্ষক কৃষ্ণপদ বিশ্বাস ।গত শুক্রবার সন্ধ্যায় এই মহানাম যজ্ঞে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন ও ভক্তদের সাথে কুশল বিনিময় করেন ঢাকা দক্ষিণ যুবদলের সংগ্রামী সদস্য সচিব মাগুরার অহংকার মোঃ রবিউল ইসলাম নয়ন ও জেলা বিএনপি নেতা আলহাজ্ব মুন্সি আনিসুর রহমান মিল্টন। এই সময় নয়ন এই মন্দিরের সার্বিক উন্নয়নের কিছুটা দায়িত্ব ও নেন।উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সেক্রেটারি মোঃ সবুজ হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায় সুজায়েত হোসেন, জেলা যুবদল নেতা মোহাম্মদ শাহাদাত আলী ও মোঃ তুষার বিশ্বাস, বিএনপি নেতা শিক্ষক মোঃ শাহিদুর রহমান, ইজতিয়াক মাহমুদ অনিক, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অজিত রায়, প্রধান শিক্ষক আলিপ কুমার বিশ্বাস, প্রেসক্লাব শালিখার সহ-সভাপতি তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ নোওয়াব আলী, কোষাধক্ষ্য বিশিষ্ট ঠিকাদার, সুব্রত কুমার, প্রমুখ। এই মহানাম সুধা পরিবেশন করছেন, যোগ মায়া সম্প্রদায়, সাবিত্রী সম্প্রদায় সহ আটটা সম্প্রদায়। সার্বিক সহযোগিতায় আছেন, ডাক্তার শৈলেন্দ্রনাথ বিশ্বাস, তাপস কুন্ডু, প্রধান শিক্ষক কৃষ্ণপদ বিশ্বাস, সত্যপদ রায়, বিদ্যুৎ বিশ্বাস, ডাক্তার রাকেশ বিশ্বাস, প্রভাষক সুবীর বিশ্বাস, পরিমল বিশ্বাস, শ্যামল রায় সহ প্রমুখ।