‘অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন` এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ মার্চ) বেলা ১১টার দিকে কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে শতাধিক নারীর উপস্থিতিতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাখন চন্দ্র সুত্রধর। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়, সহকারী বন সংরক্ষক প্রীতম বড়ুয়া, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু,কমলগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ সহ আরও অনেকে। আলোচনা সভায় বক্তারা নারীর অধিকার, সমতা এবং ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, সমাজের প্রতিটি স্তরে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এবং তাদের অর্থনৈতিক ও সামাজিকভাবে স্বাবলম্বী করে তুলতে হবে। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নারীরা তাদের মতামত তুলে ধরেন এবং নারীদের উন্নয়নে প্রশাসনের সহযোগিতা কামনা করেন। নারীর ক্ষমতায়ন ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে এ ধরনের উদ্যোগকে স্বাগত জানায় উপস্থিত নারীরা। অনুষ্টান শেষে শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।