আগামী ১৫ মার্চ সারা দেশের ন্যায় কক্সবাজারে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে । ওই দিন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত দিন ব্যাপী এই ক্যাম্পেইনে জেলার ৯ টি উপজেলা,৪ টি পৌরসভা ও ৭১ টি ইউনিয়নের ১,৮১৪টি কেন্দ্রে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৬১ হাজার ৬৫৯ জন শিশুকে নীল রং-এর ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ২৭ হাজার ৮০৬ জন শিশুকে লাল রং এর একটি করে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর আওতায় আনা হবে। আজ বুধবার জেলা ইপিআই স্টোর সম্মেলন কক্ষে সিভিল সার্জন অফিস আয়োজিত সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত অবহিত করণ সভায় সিভিল সার্জন ডা: মোহাম্মদুল হক সভাপতির বক্তব্যে এ তথ্য জানান। এ সময় সিভিল সার্জন অফিসের রোগ নিয়ন্ত্রণ ডা: ফাহিম আহমেদ ফয়সল,ডা কনিকা দস্তিদার সহ বিভিন্ন মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।