সাহাবুদ্দিন পেদা(২৮)কে ২৮ কেজি গাঁজা সহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার মুক্তারপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাহাবুদ্দিন পেদা বরগুনা জেলার আমতলী উপজেলার চাউলো বাজার এলাকার নাসির পেদারব ছেলে।
পুলিশ জানায়, পুলিশ সুপার ও ওসি সাহেবের দিক নির্দেশনায় শনিবার ভোরে জেলা গোয়েন্দা শাখার এস আই আবদুস শফিউল আলমের নেতৃত্বে সঙ্গীয় অফিসার-ফোর্সসহ ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুরে মোঃ পারভেজ ফরাজির চায়ের দোকানের সামনের পাঁকা রাস্তায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে সাহাবুদ্দিন পেদাকে গ্রেফতারপূর্বক তল্লাশি করে দুটি প্লাস্টিকের বস্তার মধ্যে ৭ পোটলা কালো স্কচটেপ দ্বারা মোড়ানো ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার বাজারমূল্য ৫ লক্ষ ৬০ হাজার টাকা। গ্রেফতারকৃত সাহাবুদ্দিন পেদার বিরুদ্ধে মুন্সীগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজুর কার্যক্রম পক্রিয়াধীন।