নওগাঁ জেলার পত্নীতলা থানার অন্তর্গত কৃষ্ণপুরে জামায়াতের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ মার্চ)শুবরাজপুর উচ্চ বিদ্যালয় মাঠে কৃষ্ণপুর ইউনিয়ন জামায়াতের আমীর ডা: আব্দুস সামাদের সভাপতিত্বে ও সাবেক আমীর মাওলানা মুহাম্মদ শামসুল আলমের পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য জামায়াত মনোনীত (পত্নীতলা- ধামুরহাট) নওগাঁ-২ আসনের সাংসদ সদস্য পদ প্রাথী ইন্জিনিয়ার মো:এনামুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নওগাঁ জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ও পত্নীতলা উপজেলা সাবেক সফল ভাইস-চেয়ারম্যান অধ্যাপক মাওলানা মোঃ হাবিবুর রহমান। আলোচনা সভায় প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিদ্ধান্ত মোতাবেক কৃষ্ণপুর ইউনিয়নের নয়টি ওয়ার্ডের জামায়াত মনোনীত ইউপি সদস্য পদপ্রার্থীদের নাম ঘোষণা করেন এবং বিভিন্ন দিক নিদর্শনা মূলক বক্তব্য রাখেন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন পত্নীতলা উপজেলা শাখা জামায়াতের সেক্রেটারী মাওলানা মো: হারুনুর রশিদ,সহ-সেক্রেটারি ও সিটি ডিজিটাল ডায়াগনস্টিকের প্রোপ্রাইটর সহ-অধ্যাপক মাওলানা মো: হারুনুর রশিদ,কৃষ্ণপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ মুদাসের আলী,কৃষ্ণপুর শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মুহাম্মদ মুসলিমউদ্দীন, যুব সভাপতি মাহাফুজুর রহমান,ওলামা সভাপতি অর্থসহ কোরআন তেলাওয়াত করেন মাহামুল হাসানসহ প্রমুখ ।