কবিতাঃ মা ও বাবা

মোঃ মাহাফুজ আনাম প্রকাশিত: ১১ মার্চ , ২০২৫ ১৫:৪৯ আপডেট: ১১ মার্চ , ২০২৫ ১৫:৪৯ পিএম
কবিতাঃ মা ও বাবা

মায়ের স্পর্শ অনুপম শিউলির সুবাসিত পলল। তার স্নেহে মিশে থাকে ভালোবাসার অপার অনল। সকালের শিশিরদ্রব অঞ্জলির মতো তার আদর।  ক্লান্ত হৃদয় প্রশান্তি মায়ের  আঁচলে।   বাবার ললাটে খোদিত ত্যাগ সংগ্রামের সুগম্ভীর শিলালিপি। নিঃশব্দে বয়ে চলে তার শ্রম শুষ্ক মরুঝড়ে ফুটিয়ে তুলি নীপি। চোখের কোণে চেপে রাখা অশ্রু হাসির আবরণে ঢাকা।   বাবা যে দুর্গ অটল শৈল সময়ের প্রতিটি অভিঘাতে অবিচল। তার কষ্টের প্রাচীরে আঁকা আমাদের ভবিষ্যৎ দীপ্ত দিগবলয়। মায়ের ছায়া বাবার বর্ম—স্নেহ তাদের অনন্ত ও মহীয়ান।  তাদের হাসি পূর্ণিমার চাঁদ স্নিগ্ধতার অমল জ্যোৎস্না। দুঃখ যেন বর্ষার নীরব প্লাবন হৃদয়ে রচিত ব্যাকুল কাব্যগাথা। তারা চিরজাগ্রত থাকুক শুদ্ধলোকের প্রভায় বিমল সিন্ধু।

এই বিভাগের আরোও খবর

Logo