কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটিতে শরীফুল ইসলাম নিশাদকে সভাপতি ও রেদোয়ান রহমান ওয়াকিউরকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) বিকালে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো.রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরিত ৫ সদস্য বিশিষ্ট জেলা কমিটি অনুমোদন দেওয়া হয়। পাশাপাশি কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দফতরে জমা দেয়ার নির্দেশ দেওয়া হয়।
শরীফুল ইসলাম নিশাদ কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। রেদোয়ান রহমান ওয়াকিউর গুরুদয়াল সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন , সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওশাদ ও সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন রাজীব।
এর আগে ২০১৮ সালের ১৪ জুন কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের ৫৮ সদস্যের কমিটি ঘোষণা করেছিল কেন্দ্রীয় ছাত্রদল।