অতীতে যারা ভোট ডাকাতি করেছে, তারা পালিয়ে গেলেও তাদের দোসররা রয়েছে
ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নান বলেছেন, আপনারা যদি মনে করেন, বিএনপির কোন প্রতিদ্বন্ধী নেই, তাহলে ভুলের জগতে রয়েছেন। মাঠে আমাদের প্রতিদ্বন্ধী রয়েছেন। তাই আমাদের ঘরে বসে থাকলে হবে না। ভোট কেন্দ্রে এসে ভোট দিতে হবে। তাই তারেক রহমানের নিদের্শনা একটাই। ঘরে ঘরে গিয়ে জনগণকে বোঝাতে হবে কেন তারা বিএনপিকে ভোট দিবেন। বিএনপির ৩১দফার কথা প্রচার করুণ। অতীতে যারা ভোট ডাকাতি করেছে, তারা পালিয়ে গেলেও তাদের দোসররা রয়েছে। বিপরীতে বিএনপির লোকজন ভদ্র ও মানুষের প্রকৃত ভোট পেতে চায়। ভোট কেন্দ্রে এসে ভোটাররা যাতে তাদের পছন্দের লোককে ভোট দিতে পারে, সে ব্যাপারে উৎসাহিত করতে হবে। শনিবার (১৪ ডিসেম্বর) বিকালে পাইকপাড়া উত্তর ইউনিয়ন বিএনপির আয়োজনে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাকতে গিয়ে তিনি একথাগুলো বলেন। পাইকপাড়া ইউজি উচ্চ বিদ্যালয় মাঠে ্ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবু তাহের পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহীন মোল্লার পরিচালনায় প্রধান বক্তা হিসেবে চাঁদপুর জেলা বিএনপির সহসভাপতি ও উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক শরীফ মোহাম্মদ ইউনুছ, বিশেষ অতিথি হিসেবে সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক মঞ্জিল হোসেন, উপজেলা বিএনপির যুগ্মহ্বায়ক আব্দুল খালেক পাটওয়ারী,রফিকুল ইসলাম কাঞ্চন, নজরুল ইসলাম নজু, মহসীন মোল্লা, মাসুদ আলম, আব্দুর রহমান, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু প্রমুখ।