তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা,আহত-২

মাহাবুব হোসেন প্রকাশিত: ৭ সেপ্টেম্বর , ২০২৪ ১৭:৩২ আপডেট: ৭ সেপ্টেম্বর , ২০২৪ ১৭:৩২ পিএম
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা,আহত-২
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকাল আনুমানিক সাড়ে ১২.০০ টার দিকে উপজেলার পৌর এলাকার আগ্রাকুন্ডা খয়েরচারা গ্রামের নুর ইসলাম ও তার ছেলে নুরুজ্জামানসহ অন্তত ২০ থেকে ২২ জন মিলে মইনুদ্দিন ও তার ছেলের সাইফুদ্দিনের উপর হামলা করে পিটিয়ে গুরুতর জখম করে। এসময় সাইফুদ্দিনের মাকেও মারধর করে।

পূর্ব শত্রুতার জেরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পৌর এলাকার আগ্রাকুন্ডা গ্রামে প্রতিপক্ষে হামলায় ২ জন আহত হয়েছে বলে জানা গেছে। আহতরা হলেন ও-ই গ্রামের মোঃ মইনুদ্দিন (৫২) ও তার ছেলে সাইফুদ্দিন ইসলাম। আহতরা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকাল আনুমানিক সাড়ে ১২.০০ টার দিকে উপজেলার পৌর এলাকার আগ্রাকুন্ডা খয়েরচারা গ্রামের নুর ইসলাম ও তার ছেলে নুরুজ্জামানসহ অন্তত ২০ থেকে ২২ জন মিলে মইনুদ্দিন ও তার ছেলের সাইফুদ্দিনের উপর হামলা করে পিটিয়ে গুরুতর জখম করে। এসময় সাইফুদ্দিনের মাকেও মারধর করে।

এই ঘটনায় আহত সাইফুদ্দিন বলেন, গত ৪ তারিখে আমাদের উপর হামলা করে।  তার পেক্ষিতে থানায় অভিযোগ দিয়েছি। আর এতেই ক্ষিপ্ত হয়ে এই হামলা আজ করা হয়েছে।  আমরা সঠিক বিচার চাই।এবিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম জানান, এই ঘটনায় অভিযোগ পেয়েছি,তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী  ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের আরোও খবর

Logo