অভয়নগর প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশন মেধা বৃত্তি পরীক্ষা - ২০২৪ অনুষ্ঠিত

মোঃআমিনুর রহমান প্রকাশিত: ২১ ডিসেম্বর , ২০২৪ ১৩:৫৪ আপডেট: ২১ ডিসেম্বর , ২০২৪ ১৩:৫৪ পিএম
অভয়নগর প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশন মেধা  বৃত্তি পরীক্ষা - ২০২৪ অনুষ্ঠিত
অভয়নগর প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশন মেধা বৃত্তি পরীক্ষা - ২০২৪ অনুষ্ঠিত

যশোরের অভয়নগর উপজেলা প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশন মেধা বৃত্তি পরীক্ষা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২১ ডিসেম্বর) নওয়াপাড়া কম্পিউটার লিটল জুয়েলস স্কুল ভেন্যুতে সকাল সাড়ে ১০ টা হতে  দুপুর  সাড়ে   ১ টা পর্যন্ত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই সাথে ৩য়,৪র্থ ও ৫ ম শ্রেণির মেধাবৃত্তি অনুষ্ঠিত হয়। প্রত্যেক শ্রেণিতে ৫ জন করে ট্যালেণ্টপুলে মোট ১৫ জন এবং ১০ জন করে সাধারণ গ্রেডে মোট ৩০ জনসহ সর্বমোট ৪৫ জনকে বৃত্তি দেয়া হবে বলে কর্তৃপক্ষ জানান।বৃত্তি পরীক্ষা অনুষ্ঠানে পায়রাহাট ইউনাইটেড কলেজের ১৫ জন স্কাউট শৃংখলার দায়িত্বসহ  সার্বিক সহযোগিতা করে। পরীক্ষায় ৩য় শ্রেণির ৯৭ জন,৪র্থ শ্রেণির ১০০ জন এবং ৫ম শ্রেণির ৯৫ জনসহ মোট ২৯৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করার কথা থাকলেও  ৩ য়  শ্রেণির ১ জন শিক্ষার্থী অনুপস্থিত থাকায় সর্বমোট ২৯৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।অভয়নগর প্রাইভেট স্কুল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক সেলিম হোসেন বলেন,আমরা ২য় বার এই মেধাবৃত্তির আয়োজন করেছি এবং এধারা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। এসোসিয়েশনের কোষাধ্যক্ষ শেখ মোঃ কামরুজ্জামান বলেন,প্রতি ক্লাসে ৫ জন করে ট্যালেণ্টপুল মোট ১৫ জন এবং সাধারণ গ্রেডে প্রতি শ্রেণিতে ১০ জন করে ৩০ জনসহ সর্বমোট ৪৫ জনকে বৃত্তি দেয়া হবে।

এই বিভাগের আরোও খবর

Logo