সাতকানিয়ায় ভ্রাম্যমান অভিযানে তিন ব্যবসায়ীকে জরিমানা

ফাহাদ ইবনে হাশেম প্রকাশিত: ৯ মার্চ , ২০২৫ ১২:১০ আপডেট: ৯ মার্চ , ২০২৫ ১২:১০ পিএম
সাতকানিয়ায় ভ্রাম্যমান অভিযানে তিন ব্যবসায়ীকে জরিমানা
চট্টগ্রামের সাতকানিয়ায় ভ্রাম্যমান অভিযানে তিন ব্যবসায়ীকে জরিমানা করেছে সাতকানিয়া উপজেলা প্রশাসন।

চট্টগ্রামের সাতকানিয়ায় ভ্রাম্যমান অভিযানে তিন ব্যবসায়ীকে জরিমানা করেছে সাতকানিয়া উপজেলা প্রশাসন। শনিবার (০৮ মার্চ) দুপুর সাড়ে ৩ টায় সাতকানিয়া উপজেলার মৌলভীর দোকান এলাকায় বাজার মনিটরিং অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ফারিস্তা করিম।   অভিযানের সময় ৩টি মুদি দোকানে মূল্যতালিকা প্রদর্শন না করায়,পণ্যের ক্রয়রশিদ সংরক্ষণ না করা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৩ জন কে ৩টি মামলায় ১১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ ছাড়াও শাহী তাজ রেস্টুরেন্টে লাইসেন্স না থাকায় ৩ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।   অভিযানে সহায়তা করেন স্যানিটারি ইন্সপেক্টর সরোয়ার কামাল, ছাত্র প্রতিনিধি, সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।    উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম জানান জনস্বার্থে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরোও খবর

Logo