২০২৪-২০২৫ অর্থ বছরে ইসলামিক ফাউন্ডেশন মাগুরা জেলার শ্রীপুর উপজেলায় সরকারি যাকাত ফান্ডে যাকাতের অর্থ আদায়ের লক্ষ্যে যাকাতের "গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক" সেমিনার-মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ মার্চ) সকালে শ্রীপুর ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ হলরুমে সেমিনার ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজলা যাকাত বোর্ডের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী।
মতবিনিময় সভায় শ্রীপুর ইসলামিক ফাউন্ডেশন এর ফিল্ড সুপার ভাইজার তাসনিম ফেরদৌসি মিমের সভাপতিত্বে ও সাংবাদিক আশরাফ হোসেন পল্টুর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, শ্রীপুর উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আখতারুজ্জামান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক জিয়াউর রহমান, পবিত্র কোরান তেলাওয়াত করেন হাফেজ মাওলানা আবু সাঈদ।
যাকাতের অর্থ সংগ্রহের বিভিন্ন প্রতিবন্ধকতা তুলে ধরে মুক্ত মতবিনিময় সভায় উপস্থিত বক্তারা বলেন, যারা যাকাতের অর্থ সংগ্রহ করি তাদের কোনো পরিচয়পত্র না থাকায় সমাজে আমাদের কে আইডিন্টিফাই করতে অনাগ্র দেখায় দাতাগণ। এছাড়াও যাকাত যেহেতু নিজ এলাকায় যার যার আত্মীয় স্বজনের মধ্যে ভাগ করে দেওয়া হয় সেক্ষেত্রে সরকারি ফান্ডের যাকাতের অর্থ নিজ এলাকায় উপযুক্ত ব্যক্তিরা না পাওয়ায় অনাগ্রহী হয় তারা। এছাড়াও যাকাতের অর্থ বিতরণের অস্বচ্ছতার চিত্র ও তুলে দেন বক্তারা।
উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী বলেন, যাকাতের অর্থ সংগ্রহকারীদের মতামত ও পরামর্শ অনুযায়ী যথাযথ সহযোগিতা করা হবে। পাশাপাশি আমাদের ইমাম ও মুয়াজ্জিন ভাইয়েরা যারা রয়েছেন তাদেরকে বয়ানের মাধ্যমে সাধারণ মানুষের কাছে আমাদের বার্তা পৌঁছে দেওয়ার অনুরোধ করছি। আমি আশা করবো এবারে যাকাতের টাকা সংগ্রহে আমরা জেলায় প্রথম স্থান অধিকার করবো।