রাণীশংকৈলে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ-১৭)'র প্রস্তুতি সভা

মোঃ সাখাওয়াত হোসেন প্রকাশিত: ২২ জুন , ২০২৪ ১৬:০২ আপডেট: ২২ জুন , ২০২৪ ১৬:০২ পিএম
রাণীশংকৈলে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ-১৭)'র প্রস্তুতি সভা
ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান আহাম্মেদ হোসেন বিপ্লব, সহকারী কমিশনার (ভূমি) আর্নিকা আক্তার, পৌর আ'লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, আবুল কাশেম ও শরৎ চন্দ্র রায়,বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান ও সিরাজুল ইসলাম, অধ্যক্ষ মহাদেব বসাক, প্রেসক্লাব (পুরাতন) সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সহ-সভাপতি হুমায়ুন কবির, সাংবাদিক একে আজাদ ও লেমন সরকার প্রমুখ।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ অনুষ্ঠিত করার লক্ষ্যে বৃহস্পতিবার ২০ জুন বিকেলে ইউএনও সভাকক্ষে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। 

ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান আহাম্মেদ হোসেন বিপ্লব, সহকারী কমিশনার (ভূমি) আর্নিকা আক্তার, পৌর আ'লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, আবুল কাশেম ও শরৎ চন্দ্র রায়,বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান ও সিরাজুল ইসলাম, অধ্যক্ষ মহাদেব বসাক, প্রেসক্লাব (পুরাতন) সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সহ-সভাপতি হুমায়ুন কবির, সাংবাদিক একে আজাদ ও লেমন সরকার প্রমুখ।

এছাড়াও বিভিন্ন সরকারি কর্মকর্তা, খেলা পরিচালকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

প্রসঙ্গত: এ উপজেলায় পৌরসভা ও ৮ টি ইউনিয়ন মিলে মোট ৯ টিমের খেলা অনুষ্ঠিত হবে। লটারির মাধ্যমে প্রতিটি খেলার প্রতিযোগী নির্ধারণ করা হয়।  আগামী ২৪ জুন উদ্বোধনী ম্যাচে পৌরসভা ও লেহেম্বা ইউনিয়ন এ দুটি দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।

এই বিভাগের আরোও খবর

Logo