সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ১০:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জাতিসংঘ মিশনে নিহত কুড়িগ্রামের দুই সেনা সদস্যের দাফন সম্পন্ন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিহত উলিপুরের সেনা সদস্য মমিনুল ইসলামের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন মাগুরায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ভোলায় বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছে নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতাল ৮ দফা দাবিতে শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে তালা দিল শিক্ষার্থীরা,ক্লাস ও পরীক্ষা বর্জন অভয়নগরে ভবদহ এলাকার ২০ জন নারীকে সেলাইমেশিন প্রদান ফরিদপুরে ২টি মোটরসাইকেলসহ চোর চক্রের ৭ সদস্য গ্রেফতার কাঠালিয়ায় লায়ন্স ক্লাব অব ঢাকা ল’ অ্যান্ড জুরিস্টের ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত প্রবাসী সম্মাননা ২০২৫-এ ভূষিত হলেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার নাজির আহমদ উলিপুরে ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে ট্রেন চলাচল

চাটখিলে সিএনজি অটোরিক্সা চালকরা লাইনম্যান নামক চাঁদাবাজদের দৌরাত্মে দিশেহারা

মোঃ হানিফ  / ৫৯
Update Time : সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ১০:০৮ পূর্বাহ্ন

নোয়াখালীর চাটখিল উপজেলার সিএনজি অটোরিক্সা চালকরা লাইনম্যান নামক চাঁদাবাজদের দৌরাত্মে দিশেহারা হয়ে পড়েছে। বিগত হাছিনা সরকার পতনের পর থেকে অল্প কিছুদিন চাঁদা আদায় বন্ধ থাকলেও আবার শুরু হয় লাইনম্যান নামক চাঁদাবাজদের দৌরাত্ম। আগে উপজেলার যেকোনো প্রান্ত থেকে সিএনজি পৌর শহরে ঢুকা মাত্রই পৌর ট্যাক্সের নামে ১০ টাকা করে আদায় করা হতো। এখন তা আদায় হচ্ছে ১৫ টাকা হারে। এছাড়া লাইনম্যানেরা পৌর শহরে সিএনজি স্ট্যান্ডে গাড়ি অবস্থান করতে হলে ভর্তির নামে ১ হাজার টাকা করে চাঁদা আদায় করছে। যে চালকেরা এ চাঁদা দিতে অস্বীকৃতি করে তাদেরকে বিভিন্নভাবে হেনস্তা করার অভিযোগ রয়েছে চালকদের। তাছাড়াও এসব চাঁদাবাজরা পৌর শহরে বিভিন্ন নামেও যানবাহন শ্রমিকদের কাছ থেকে চাঁদা আদায় করে থাকে।
খোঁজ নিয়ে জানা যায়, গত সরকারের আমলে লাইনম্যান মোঃ সোলেমান ও মিলন পৌর ট্যাক্স হিসেবে ১০ টাকা লাইনম্যানদের খরচের নামে ১০ টাকা পুুলিশের নামে প্রতি সিএনজি থেকে মাসিক ১০০ টাকা করে চাঁদা আদায় করতো। গত বছরের ৫ আগস্টের পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী সহ কিছু রাজনৈতিক নেতাকর্মীরা এ চাঁদা আদায় বন্ধ করে দেয়। এরপর অল্প কিছুদিন চাঁদা আদায় বন্ধ থাকলেও আবার ঐ লাইনম্যান মোঃ সোলেমান ও মোঃ মিলন সহ অন্যান্যরা চাঁদা আদায়ে সক্রিয় হয়ে উঠে। তখন থেকে সিএনজি প্রতি পৌর ট্যাক্স ১০ টাকার স্থলে ১৫ টাকা, লাইনম্যানদের খরচের জন্য ১০ টাকা এবং সিএনজি স্ট্যান্ডে রাখতে হলে তাদেরকে ১ হাজার টাকা চাঁদা দিতে হয়। আগে পুলিশের নামে প্রতি সিএনজি থেকে মাসিক ১০০ টাকা নিলেও তা এখন বন্ধ রয়েছে। তবে শ্রমিক সংগঠনের নামধারী নেতারা গাড়ি রিকুজিশনের ভয় দেখিয়ে ৪০০/৫০০ টাকা করে আদায় করার অভিযোগ রয়েছে। কেউ এ চাঁদাবাজির প্রতিবাদ করলে তাদেরকে জনসম্মুখে বিভিন্নভাবে হেনস্তা করা হয়।
শ্রমিক দল নেতা সিএনজি চালক আরিফ হোসেন জানান, উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক যানজট রোধে দশঘরিয়া থেকে আসা সিএনজি গুলো রাখার স্ট্যান্ড নির্ধারণ করে দেন। কিন্তু এ স্ট্যান্ডে গাড়ি রাখতে হলে লাইনম্যানেরা ১ হাজার টাকা করে চাঁদা আদায় করে নিচ্ছে।
সিএনজি অটোরিক্সা চালক নুর নবী, সজিব হোসেন, মোঃ আজাদ, সোহাগসহ অনেকে জানান, এ চাঁদাবাজি বন্ধের দাবিতে তারা গত মঙ্গলবার বিকেলে উপজেলা প্রাঙ্গণে মানববন্ধন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের নিকট চাঁদাবাজি বন্ধের আবেদন করেন।
এই বিষয়ে ল্যাইনম্যান মোঃ সোলেমানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, তিনি এখন আর ল্যাইনম্যানের কাজ করেন না, শুধু থানাকে গাড়ি রিকুজিশনের কাজ করেন। ল্যাইনম্যান হিসেবে কাজ করেন মোঃ কামাল, নুর হোসেন, আলাউদ্দিন ল²ী, শাহ আলম।
এই বিষয়ে ল্যাইনম্যান শাহ আলমের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমি লাইনম্যান হিসেবে দশঘরিয়া বাজারে কাজ করি। চাটখিল পৌর শহরে গাড়ি ঢুকলেই বিভিন্ন অজুহাত দিয়ে চাঁদা আদায় করে থাকে। সিএনজি চালকেরা আরো জানান, প্রতি মাসে সাধারণ চালকের গাড়ি থানা রিকুজিশনে পাঠানো হয়, এতে তাদের অনেক ক্ষতি হয়। কিন্তু কতিপয় শ্রমিক নেতাদের গাড়ি ৩/৪ মাসেও রিকুজিশনে পাঠায় না।
এ লাইনে চলাচলকারী সিএনজি যাত্রী প্রভাষক জসিম মাহমুদ সহ কয়েকজন জানান, এসব চাঁদাবাজির কারণে সিএনজি অটোরিক্সা চালকেরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করে থাকেন। এ অতিরিক্ত ভাড়ার কারণে অনেক সময় যাত্রী ও চালকদের মাঝে বাকবিতন্ডার ঘটনা ঘটে।
এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মিজানুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, জনস্বার্থে পৌর শহরে যানজট নিরসনকল্পে এই সিএনজি স্ট্যান্ড করে দিয়েছেন। এখান থেকে কেউ অবৈধ চাঁদাবাজি করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে তিনি যানবাহন শ্রমিকদের উদ্দেশ্যে বলেন কেউ অবৈধভাবে চাঁদা আদায় করতে গেলে তিনি তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলার পরামর্শ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category