সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ১০:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জাতিসংঘ মিশনে নিহত কুড়িগ্রামের দুই সেনা সদস্যের দাফন সম্পন্ন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিহত উলিপুরের সেনা সদস্য মমিনুল ইসলামের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন মাগুরায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ভোলায় বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছে নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতাল ৮ দফা দাবিতে শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে তালা দিল শিক্ষার্থীরা,ক্লাস ও পরীক্ষা বর্জন অভয়নগরে ভবদহ এলাকার ২০ জন নারীকে সেলাইমেশিন প্রদান ফরিদপুরে ২টি মোটরসাইকেলসহ চোর চক্রের ৭ সদস্য গ্রেফতার কাঠালিয়ায় লায়ন্স ক্লাব অব ঢাকা ল’ অ্যান্ড জুরিস্টের ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত প্রবাসী সম্মাননা ২০২৫-এ ভূষিত হলেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার নাজির আহমদ উলিপুরে ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে ট্রেন চলাচল

খাদ্যে ভেজাল মানেই বিষ

মোঃ মাসুদ রানা খোন্দকার / ৮১
Update Time : সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ১০:০৮ পূর্বাহ্ন

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সোনাপুর বাজারে অভিযান চালিয়ে রঙ মিশ্রিত মথ ডাল জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। একইসঙ্গে পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করায় দুটি দোকানকে জরিমানা করা হয়েছে।
রোববার (৭ ডিসেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান এ অভিযান পরিচালনা করেন।
নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে ভোক্তা অধিকার অধিদফতর সোনাপুর বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালায়। এ সময় মেসার্স আইয়ুব স্টোরে রঙ মেশানো মথ ডাল পাওয়া যায়। স্বাস্থ্যঝুঁকিপূর্ণ এ ডাল তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়।
এ অপরাধে দোকানটিকে
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ও ৪১ ধারায় মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া নরেশ স্টোরে পণ্যের সঠিক মূল্য তালিকা প্রদর্শন না করায়
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ও ৫১ ধারায় ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযান শেষে সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান বলেন—
“ক্রেতাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে খাদ্যে রঙ বা ক্ষতিকর উপাদান মেশানো কোনোভাবেই বরদাশত করা হবে না। নিয়মিত বাজার তদারকি অব্যাহত থাকবে।”
বাজারে খাদ্যে রঙ মেশানো—বিশেষ করে ডালের মতো দৈনন্দিন প্রয়োজনীয় খাদ্যে—স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। অনেক ক্রেতা বলেন, অসাধু ব্যবসায়ীদের কারণে জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকিতে পড়ছে।
ভোক্তা অধিকার অধিদফতর ক্রেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন
ডাল বা অন্যান্য খাদ্য কেনার সময় অস্বাভাবিক উজ্জ্বলতা, রঙ বা গন্ধ দেখলে সতর্ক হোন।
কোনো সন্দেহজনক পণ্য দেখলে ভোক্তা অধিকার হটলাইন—১৬১২১ এ অভিযোগ করার ও পরামর্শ প্রদান করেন ৷ সেই সংগে
মূল্য তালিকা প্রদর্শন না করা প্রতিষ্ঠানে কেনাকাটা না করার পরামর্শ দেওয়া হয় ৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category