রবিবার (০৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন।
এর আগে শনিবার রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার বাইপাইল ও পলাশবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- দিনাজপুর জেলার কোতোয়ালী থানার জয়রামপুর এলাকার রহমত আলীর ছেলে মাহমুদুল হাসান মুন্না (২০), মুন্সিগঞ্জ জেলার সদর থানার মুক্তারপুর এলাকার শাজাহান মাতবরের ছেলে আল ইসলাম (২৮) ও একই থানার উত্তর মহাখালি এলাকার মৃত আব্দুল হালিম শেখের ছেলে সাদ্দাম হোসেন (৩২)। বর্তমানে তারা আশুলিয়ার জামগড়া ও ইউয়িনক এলাকায় থাকতো বলে জানা যায়।
ডিবি পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি আভিযানিক দল আশুলিয়ার বাইপাইল এলাকায় অভিযান চালিয়ে মাহমুদুল হাসান মুন্না নামের এক মাদক কারবারিকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করে। একই সময় গোয়েন্দা (ডিবি) পুলিশের অন্য একটি আভিযানিক দল আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা সহ আল ইসলাম ও সাদ্দাম হোসেন নামের আরও দুই মাদক ব্যববাসীকে গ্রেপ্তার করে। এ সময় তাদের হেফাজত থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে আশুলিয়ায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে। পরে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়।