সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ১০:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জাতিসংঘ মিশনে নিহত কুড়িগ্রামের দুই সেনা সদস্যের দাফন সম্পন্ন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিহত উলিপুরের সেনা সদস্য মমিনুল ইসলামের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন মাগুরায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ভোলায় বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছে নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতাল ৮ দফা দাবিতে শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে তালা দিল শিক্ষার্থীরা,ক্লাস ও পরীক্ষা বর্জন অভয়নগরে ভবদহ এলাকার ২০ জন নারীকে সেলাইমেশিন প্রদান ফরিদপুরে ২টি মোটরসাইকেলসহ চোর চক্রের ৭ সদস্য গ্রেফতার কাঠালিয়ায় লায়ন্স ক্লাব অব ঢাকা ল’ অ্যান্ড জুরিস্টের ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত প্রবাসী সম্মাননা ২০২৫-এ ভূষিত হলেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার নাজির আহমদ উলিপুরে ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে ট্রেন চলাচল

আশুলিয়ায় ৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মোঃ রফিকুল ইসলাম জিলু  / ৩৪
Update Time : সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ১০:০৬ পূর্বাহ্ন

আশুলিয়ায় অভিযান চালিয়ে মাদক ব্যবসার অভিযোগে রাকিবুল ইসলাম নামের এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গ্রেপ্তারের সময় তার নিকট থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানান ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন।

শুক্রবার (০৫ ডিসেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে আশুলিয়ার গৌরিপুর বটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাকিবুল ইসলাম (২৪) রংপুর জেলার কাউনিয়া থানার বালাপাড়া এলাকার আব্দুর রশিদের ছেলে। বর্তমানে তিনি আশুলিয়ার কাঠালতলা এলাকায় থাকতেন বলে জানা যায়।

ডিবি পুলিশ জানায়, ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিনের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) সিরাজ উদ দৌলাহ সংগীয় অফিসার ও ফোর্সসহ শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়া থানাধীন গৌরিপুর বটতলা এলাকা হতে রাকিবুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, উক্ত আসামীর বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category