হাজারো অশ্রুসিক্ত নয়নে আমিনুল হক নোমানীকে বিদায়

শরীফ হোসাইন প্রকাশিত: ৭ সেপ্টেম্বর , ২০২৫ ১৬:৫৭ আপডেট: ৭ সেপ্টেম্বর , ২০২৫ ১৬:৫৭ পিএম
হাজারো অশ্রুসিক্ত নয়নে আমিনুল হক নোমানীকে বিদায়
ভোলা জেলার সুপরিচিত বরেণ্য আলেম, ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার মুহাদ্দিস ও উপজেলা পরিষদ মসজিদের খতিব মাওলানা আমিনুল হক নোমানীকে অশ্রুসিক্ত নয়নে হাজার হাজার মুসুল্লিরা জানাজা নামাজের মাধ্যমে শেষ বিদায় জানিয়েছেন।

ভোলা জেলার সুপরিচিত বরেণ্য আলেম, ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার মুহাদ্দিস ও উপজেলা পরিষদ মসজিদের খতিব মাওলানা আমিনুল হক নোমানীকে অশ্রুসিক্ত নয়নে হাজার হাজার মুসুল্লিরা জানাজা নামাজের মাধ্যমে শেষ বিদায় জানিয়েছেন। রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২ টায় ভোলা সরকারী স্কুল মাঠে এ জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। দল মত নির্বিশেষে ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণ জানাজা নামাজে ভোলা সরকারী স্কুল মাঠের কানায় কানায় লোকে লোকারন্য হয়ে যায়। জানাজা নামাজে নোমানীর স্মৃতিচারণ করতে গিয়ে তার পরিবারের সদস্যরা ও সহকর্মীরা কাঁদলেন এবং উপস্থিত মুসুল্লিদের কাঁদালেন।
বরেণ্য একজন আলেম কে এ ভাবে হত্যা করা ভোলার ইতিহাসে বিরল ঘটনা।  অতিদ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করার অনুরোধ জানান জানাজায় অংশ নেওয়া জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর।
তিনি হুঁশিয়ারী দিয়ে বলেন, এসপি সাহেব আপনারা কি করেন?  একজন ধর্মীয় নেতাকে এভাবে হত্যা করা হলো আপনারা এখন পর্যন্ত ঘাতকদের আটক করতে পারলেন না।  দোষীদের গ্রেপ্তার করতে না পারলে আপনারা থাকতে পারবেন না বলে জানান গোলাম নবী আলমগীর।
এ ছাড়া আমিনুল হক নোমানী হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবীতে আগামীকাল সোমবার ভোলার সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ এবং জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি ও শোক র‍্যালী ঘোষণা করা হয়েছে। 
এ ছাড়াও ৪৮ ঘন্টার মধ্যে দৃশ্যমান কোন কিছু না হলে সংবাদ সম্মেলন করে পরবর্তী কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছে ভোলা জেলা তৌহিদি জনতার আহ্বায়ক মাওলানা মোবাশ্বিরুল হক নাঈম।
জানাজা নামাজে আরো বক্তব্য রাখেন, জেলা জামাতে ইসলামীর আমির মাষ্টার জাকির হোসেন, বিএনপির জেলা সদস্য সচিব আলহাজ্ব মোঃ রাইসুল আলম, ইসলামী আন্দোলনের নেতা মাওলানা ওবায়েদ বিন মোস্তফা, হেফাজতে ইসলাম জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান আজাদী প্রমুখ।
জানাজা শেষে তাকে চরনোয়াবাদ তার মাদ্রাসার পাশের কবরস্থানে দাফন করা হয়। উল্লেখ্য, শনিবসর (৬ সেপ্টেম্বর) রাতে দৃর্বত্তরা তার বসতঘরে নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যা করে। তার এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে পুরো ভোলা জেলায় শোকের ছায়া নেমে এসেছে।

এই বিভাগের আরোও খবর

Logo