নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দুটি পৃথক স্হান থেকে দুই জন অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ।
বুধবার সকালে উপজেলার কাঁচপুর ললাটি বাস স্টার্ন থেকে একজন ও পিরোজপুর ইউনিয়নের আষারিয়ার চর ঢাকা চট্টগ্রাম মহা সড়কের উপর থেকে আরেক জনের লাশ উদ্ধার করেন।তাদের মধ্যে একজনের বয়স হবে ২৪/২৫ ও আরেক জনের ৩০ বা ৩২।এবিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ মোর্শেদ জানান, দুটি অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়েছে, তবে কোনো পরিচয় পাওয়া যায় নাই। তাদের মধ্যে একজনের বয়স হবে ২৫ ও আরেক জনের ৩০।তিনি জানান সিআইডি ও পিবি আই এর টিম তদন্ত করেছেন পরে ময়নাতদন্তের জন্য লাশ দুটি নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বলা যাবে বলে জানান।