চিলমারীর চরাঞ্চলের নারীরা সফলতার পথে

মোঃ রেজাউল ইসলাম প্রকাশিত: ৯ জুলাই , ২০২৫ ১৭:২৩ আপডেট: ৯ জুলাই , ২০২৫ ১৭:২৩ পিএম
চিলমারীর চরাঞ্চলের নারীরা সফলতার পথে

চিলমারী উপজেলার চরাঞ্চলের নারীরা এখন স্বপ্ন দেখছেন সফলতার। উপজেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে সেলাই ও পাপোশ তৈরির প্রশিক্ষণ, যা চরের নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী হতে সাহায্য করবে।উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাকের নেতৃত্বে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে, যার মাধ্যমে চরের নারীদের দক্ষ করে গড়ে তোলা হচ্ছে। ফ্রেন্ডশিপের সহযোগিতায় অষ্টমীর চর ও নয়ারহাট ইউনিয়নের ২০ জন যুব মহিলাকে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।প্রশিক্ষণার্থী আফরোজা বলেন, “চরাঞ্চলে বসেও এমন প্রশিক্ষণ পাওয়া আমাদের জন্য সৌভাগ্যের। এটি শেষ করে আমরা নিজেদের প্রতিষ্ঠিত করতে পারব।” রুবি ও সালমার মতো অন্যান্য নারীরাও আশাবাদী যে এই প্রশিক্ষণ তাদেরকে দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ এনে দেবে।স্থানীয় শিক্ষক মাহমুদুল হাসান এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “চরের নারীদের জন্য এমন প্রকল্প নিঃসন্দেহে প্রশংসনীয়। এটি সমাজের উন্নয়নে ভূমিকা রাখবে।” ফ্রেন্ডশিপের সিনিয়র ম্যানেজার মো. সফিয়ার রহমানও মনে করেন, এই প্রশিক্ষণ নারীদের আত্মনির্ভরশীল করে তুলবে।উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক বলেন, “চরের নারীরা পিছিয়ে আছে। তাদের স্বাবলম্বী করতে এই প্রকল্প হাতে নিয়েছি। প্রশিক্ষণ শেষে তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, যাতে তারা নিজেরা এগিয়ে আসতে পারে।”

এই বিভাগের আরোও খবর

Logo