চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে সোমবার নগরীর ২ নং গেটে অবস্থিত বিদ্যানন্দ দাতব্য চিকিৎসালয়ে এই কর্মসূচির উদ্বোধন করেছেন সিটি মেয়র ডা: শাহাদাত হোসেন।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে সোমবার নগরীর ২ নং গেটে অবস্থিত বিদ্যানন্দ দাতব্য চিকিৎসালয়ে এই কর্মসূচির উদ্বোধন করেছেন সিটি মেয়র ডা: শাহাদাত হোসেন।
এই কর্মসূচির আওতায় প্রান্তিক জনগোষ্ঠী প্রাথমিকভাবে তাদের কুড়ানো প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে এই হাসপাতাল থেকে স্বাস্থ্যসেবা পাবেন। এই সেবার মধ্যে বিশেষজ্ঞ ডাক্তার, ওষুধ, ল্যাব টেস্ট সুবিধা রয়েছে। ধীরে ধীরে অন্যান্য রিসাইক্লেবল বর্জ্যেও বিনিময় করা যাবে।
প্রোগ্রামে সিটি মেয়র নিজেই পরিত্যক্ত প্লাস্টিকের বিনিময়ে বেশ কিছু রোগীকে সরাসরি নিজ হাতে চিকিৎসা সেবা দিয়েছেন এবং এই হাসপাতালে স্বেচ্ছাশ্রম দিতে আসবেন বলে জানালেন।সিটি মেয়র তার বক্তব্যে বলেন "বিদ্যানন্দ ফাউন্ডেশন দীর্ঘ সময় ধরে তাদের উদ্ভাবনী আইডিয়ার মাধ্যমে সিটি কর্পোরেশন কে বর্জ্য ব্যবস্থাপনায় সহযোগিতা করে যাচ্ছে। আজকের এই করমসূচীর মাধ্যমে এই সহযোগিতা আরো এক ধাপ এগিয়ে গেলো। আজকের এই ইনোভেশন বাংলাদেশের বর্জ্য ব্যবস্থাপনায় একটি রোল মডেল হিসেবে থাকবে। তিনি এই কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।
বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড ডিরেক্টর মো: জামাল উদ্দিন বলেন, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনার ফলে পরিবেশ দূষণের মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর ফলে সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে প্রান্তিক জনগোষ্ঠী। একই সময়ে এই প্রান্তিক জনগোষ্ঠী তাদের মৌলিক চাহিদা স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। এই দুইটা সমস্যাকে একটা কনসেপ্টের মাধ্যমে সমাধান করার চিন্তা থেকে " প্লাস্টিক কেয়ার" প্রজেক্টের যাত্রা। এর ফলে একদিকে পরিবেশ দূষণ যেমন কমবে তেমনি প্রান্তিক মানুষও স্বাস্থ্যসেবা পাবেন এবং মানুষের মধ্যে পরিবেশ দূষনের বিরুদ্ধে সচেতনতা ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটবে। এটি স্থায়ীভাবে চালু থাকবে"।
অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড ডিরেক্টর মো: জামাল উদ্দিন, শিশু বিশেষজ্ঞ ডা: মুজিবুর রহমান, শিশু বিশেষজ্ঞ ডা: নিউটন ঘোষ, মেয়রে একান্ত সহকারী জিয়া উদ্দিন, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ প্রমুখ।