রামগড়ে পাহাড় কাটায় গভীর রাতে ভ্রাম্যমান আদালতের অভিযান; ৫০ হাজার টাকা জরিমানা

মো. নিজাম উদ্দিন প্রকাশিত: ১১ অক্টোবর , ২০২৩ ০৮:৫৫ আপডেট: ১১ অক্টোবর , ২০২৩ ০৮:৫৫ এএম
রামগড়ে পাহাড় কাটায় গভীর রাতে ভ্রাম্যমান আদালতের অভিযান; ৫০ হাজার টাকা জরিমানা
খাগড়াছড়ির রামগড়ে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে মো. রাকিবুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

খাগড়াছড়ির রামগড়ে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে মো. রাকিবুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১০ অক্টোবর) পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে বৈদ্যটিলা নামক স্থানে রাত ১১টার সময় পাহাড় কাটা হচ্ছে এধরণের গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আদালত পাহাড় কাটার  অপরাধে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ (খ) ধারা ভংগের অপরাধে অভিযুক্তকে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করেন। পাহাড় কাটা প্রতিরোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান পরিচালনা আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইউএনও মমতা আফরিন।

এই বিভাগের আরোও খবর

Logo