ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট হারভেস্টপ্লাস প্রোগ্রামের রিঅ্যাক্টস-ইন প্রকল্পের আয়োজনে জিংক ধানের সম্প্রসারণে নীতি নির্ধারণ ও প্রকল্পের অংশীদারগণের নিয়ে হরিপুর উপজেলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১১ই আগস্ট) দুপুরে আরডিআরএস বাংলাদেশ এর আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. রুবেল হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয় । এতে বক্তব্য রাখেন হরিপুর উপজেলার কৃষি অফিসের অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মানস কুমার, হারভেস্টপ্লাস এর প্রোগ্রাম ম্যানেজার কৃষিবিদ মজিবর রহমান, প্রজেক্ট ম্যানেজার কৃষিবিদ শাহিনুল কবির, ইএসডিও'র এপিসি কৃষিবিদ আশরাফুল আলম, রিঅ্যাক্ট-ইন প্রজেক্টের টেকনিক্যাল অফিসার মোজাম্মেল শেখ, ওয়ার্ল্ডভিশনের কো-অরডিনেটর রুমা পারভীন, মাধ্যমিক শিক্ষা অফিসার রায়হানুল হক মিয়া প্রমুখ।সভায় সরকারি বিভিন্ন দপ্তরের অফিসার, স্কুল কলেজের শিক্ষক, ইমাম, পুরোহিত, সাংবাদিক ব্যবসায়ীসহ ৪৫ জন উপস্থিত ছিলেন।সভায় মানবদেহে জিংকের উপকারিতা, অভাবজনিত লক্ষণ ও জিংকের ঘাটতি মেটানোর উপায়সহ জিংক সমৃদ্ধ ধান ও গমের বিভিন্ন জাত উৎপাদন প্রযুক্তি বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়।অংশগ্রহণকারীরা আলোচনায় স্বতস্ফুর্ত ভাবে অংশগ্রহণ করেন এবং জিংক ধান ও গম কে মানুষের হাতের নাগালে পৌঁছাতে এই বিষয়ে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধিতে সকল কর্মকর্তারা নিজ নিজ সেক্টরের মাধ্যমে কাজ করে যাবেন মর্মে দৃঢ়তা প্রকাশ করেন।