যশোর শহরের দুটি স্থানে লাইট টাওয়ার স্থাপন করেছে পৌরসভা কর্তৃপক্ষ। এতে ব্যয় হয়েছে ১৫ লাখ টাকা। শহর আলোকিত ও সৌন্দর্য্য বৃদ্ধির জন্য এটি স্থাপন করা হয়েছে বলে জানান পৌরসভার উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) সাইফুজ্জামান তুহিন।তিনি জানান, শহরের দড়াটানা ও মনিহার এলাকায় দুটি লাইট টাওয়ার স্থাপন করা হয়েছে। এতে ব্যয় হয়েছে ১৫ লাখ ৭০ হাজার টাকা । দুটি লাইট টাওয়ারের ৩৩ শ ওয়ার্টে ১১টি লাইট লাগানো হয়েছে। শহরের মেইন জায়গায় এ টাওয়ার স্থাপন করা হয়েছে যাতে করে শহর আলোকিত হয়। এতে বিদ্যুৎ বিল সাশ্রয় হবে। মাসে সাড়ে তিন হাজার টাকার বিদ্যুৎ খরচ হবে। সেই সাথে অনেক জায়গা আলোকিত হবে। পথচারীরা নিরাপদে রাতের বেলা চলাচল করতে পারবে। এগুলো অলিগলিতে এ টাওয়ার স্থাপন করা যাবে না। আরো ৪টি স্থানে লাইট টাওয়ার স্থাপন করা হবে। জায়গা গুলো হচ্ছে, চৌরাস্তা, সিভিল কোর্ট মোড়, পালবাড়ী ও মুড়রীর মোড়ে। তাতে কত ব্যয় হবে এখন বলা যাবে না বলে জানান পৌরসভার উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) সাইফুজ্জামান তুহিন।