নেত্রকোণার পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের নামে নতুন একটি ভুয়া কমিটি গঠনের অভিযোগ পাওয়া গেছে। উপজেলা নির্বাহী অফিসার মো. খবিরুল আহসান বরাবরে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগ সূত্রে জানা গেছে, রিপোর্টার্স ক্লাবকে প্রশ্নবিদ্ধ করতে, অসৎ উদ্দেশ্যপ্রণোদিত হয়ে ক্লাবের সুনাম ও ভাবমূর্তি ক্ষুন্ন করার লক্ষ্যে পূর্বধলা রিপোর্টার্স ক্লাব-এর নাম ব্যবহার করে গত ১২ অক্টোবর, ২০২৩ তারিখে ২১ সদস্য বিশিষ্ট ভুয়া কমিটি গঠন করা হয়। ভুয়া কমিটির সভাপতি মো. শফিকুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক জনাব মিঠু সরকার স্বাক্ষরিত তালিকাটি স্যোসাল মিডিয়ায় প্রকাশিত হলে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়। মো. শফিকুল ইসলাম খানকে রিপোর্টার্স ক্লাবের স্বার্থবিরোধী কার্যকলাপের জন্য ক্লাব থেকে অব্যহতি দেয়া হয়েছিল এবং মিঠু সরকার স্বেচ্ছায় ক্লাব থেকে অব্যহতি নিয়ে ক্লাবের কার্যক্রম থেকে বিরত ছিল। প্রকাশিত ভূয়া ও ভিত্তিহীন কমিটির তালিকায় বর্তমান কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মন্ডলসহ অন্যান্য সদস্যদের নাম ভুয়া তালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছে। অথচ এ ব্যাপারে তারা কেউ অবগত নই। এ নিয়ে উপজেলায় নিন্দার ঝড় উঠেছে।সাংবাদিক সমাজের মতে একই নামে দুটি সংগঠন থাকতে পারেনা। এক সংগঠনের নাম, লগো ব্যবহার করা আইন ও ন্যায় সঙ্গত নয়।উপজেলা নির্বাহী অফিসার মো. খবিরুল আহসান জানান, পূর্বধলা রিপোর্টার্স ক্লাব-এর নামে ভুয়া কমিটি গঠনের একটি অভিযোগ পেয়েছি।