নেত্রকোণার আটপাড়া উপজেলা ভূমি অফিসে অনিয়ম-দুর্নীতি, ঘোষ-বানিজ্য ও জালিয়াতি, সার্ভেয়ারকে ঘোষের টাকা না দিলে মিলছে না কোন সেবা।
নেত্রকোণার আটপাড়া উপজেলা ভূমি অফিসে অনিয়ম-দুর্নীতি, ঘোষ-বানিজ্য ও জালিয়াতি, সার্ভেয়ারকে ঘোষের টাকা না দিলে মিলছে না কোন সেবা। ঘুষ লেনদেন সহ বিভিন্ন অভিযোগ রয়েছে সার্ভেয়ার মোঃ নাসির উদ্দীন এর বিরুদ্ধে। নেত্রকোনা প্রতিনিধি রুবেল মিয়ার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত থাকছে প্রতিবেদনে আটপাড়া উপজেলার লক্ষীপুর গ্রামের আবদুল করিম ওরফে সুনা মিয়ার পৈত্রিক সম্পত্তি গ্রামের কিছু অসাধু লোক প্রাণহানির হুমকি সহ জোরপূর্বক ভাবে দখল করার চেষ্টা করে। পরে সুনা মিয়া উপায়-অন্ত না পেয়ে গত ১১ই ফেব্রুয়ারী ২০২৪ইং রোজ রবিবার শান্তি শৃঙ্খলা রক্ষার্তে আব্দুল মন্নাফ সহ ৫ জনকে বিবাদী করে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৫ দ্বারা একটি মামলা দাখিল করেন যাহার মামলা নং ১৬৮/২০২৪। তার পর ১৬৮/২০২৪ নং মামলার নোটিস পাওয়ার পর আব্দুল মন্নাফের ছোট ভাই আবু সালেক বাদী হয়ে মোঃ শামছু মিয়া সহ ৭ জনকে বিবাদী করে পাল্টা একটি মামলা দাখিল করে যাহার মামলা নং ১৭৭/২০২৪। পরে আদালত থেকে দ্বারা বাহিক ভাবে দুটি মামলারি নোটিস পাঠানো হয় আটপাড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি বরাবর, নালিশী ভূমি কোন পক্ষের দখলে আছে তা স্বর জমিনে গিয়ে তদন্ত প্রতিবেদন আদালতে প্রেরণ কারার জন্য। কিন্তু উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিস থেকে তদন্ত করার জন্য কোন কর্মকর্তা কর্মচারী স্বর জমিনে যায়নি। তবে আদালতে তদন্ত প্রতিবেদন ঠিকই পাঠানো হয়েছে কিন্তু দ্বারাবাহিকতা ভঙ্গ করে। ১৭৭/২০২৪ নং মামলার বাদীর পক্ষে প্রক্ষাশ্রিত হয়ে প্রতিবেদন কমপ্লিট করে ২৮/০২/২০২৪ইং তারিখে যাহার একটি প্রতিবেদন কপি তুলে দেন ১৭৭ নং মামলার বাদীর হাতে কোর্টে পাঠানোর আগেই। এক্ষেত্রে একটি রেকর্ডে শুনা যায় আবু সালেক এর বড় ভাই আব্দুল মন্নাফ বলেন যে এই নালিশী ভূমি আমাদের দখলে নেই ২০/২৫ বছর আগে থেকে এখন পর্যন্ত শামছু মিয়ার দখলেই আছে, মামলায় আসতাম না আমার ছোট ভাই এর বাড়ির যায়গা নেই তাই আসলাম। ১৬৮/২০২৪ নং মামলার প্রতিবেদন আগে হওয়ার কথা থাকলে ও তা করা হয়নি। পরবর্তীতে ১৬৮/২০২৪ নং মামলার প্রতিবেদন আদালতে প্রেরণ করেছেন ঠিকি কিন্তু মামলার দুটি তারিখ অতিবাহিত হওয়ার পর। ১৬৮/২০২৪ নং মামলার বিবাদীর পক্ষে তার পর অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মোঃ শামীম আল ইমরান ১৬৮/২০২৪ নং মামলাটি নতিজাত করে দেন। পরে ২৯/১২/২০২৪ ইং তারিখে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি পাঠানো হয় কিন্তু এখন পর্যন্ত তার কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এ বিষয়ে সার্ভেয়ার মোঃ নাসির উদ্দীন এর সাথে কথা বলতে গেলে তিনি সব বিষয় অসিকার করে বলেন আবারো নারাজি দিতে। বর্তমানে তিনি আটপাড়া উপজেলা ভূমি অফিস থেকে বদলি হয়ে মদন উপজেলা ভূমি অফিসে কর্তব্যরত আছেন। এ ব্যাপারে উপজেলা সহকারি কমিশনার ভূমি নিলুফা ইয়াসমিন নিপা এঁর সাথে মোটু ফোনে কথা বললে তিনি বলেন কোর্ট নারাজি একসেপ্ট না করলে আমরা কি করবো সার্ভেয়ারকে আটপাড়া থেকে বদলি করে দেওয়া হয়েছে এ ব্যাপারে জেলা প্রশাসক বনানী বিশ্বাসকে মোটু ফোনে ফোন করলে তিনি ফোন রিসিভ করেননি।